বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটে বড় ইস্যু হতে চলেছে ‘ভুতুড়ে ভোটার’। এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশ থেকেই ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ওই কর্মীসভা থেকেই আসন্ন নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরেই বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কোর কমিটির সদস্যরা। ওই বৈঠকের দলের সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন জেলা সভাপতি এবং জেলা চেয়ারপার্সনরা।
মমতার কড়া নির্দেশ মিলতেই নেওয়া হল ২ বড় সিদ্ধান্ত (Trinamool Congress)
রাজ্যের ভুতুড়ে ভোটার ধরতে আগেই ‘হোমওয়ার্ক’ দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার পরবর্তী ধাপে এই ভুয়ো ভোটার ইস্যুতে পাঠ পড়াবেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ইস্যুকে সামনে রেখেই আগামী ১৫ মার্চ বেলা ৪টে ভার্চুয়াল কনফারেন্স করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, তৃণমূলের (Trinamool Congress) সমস্ত সাংগঠনিক পদাধিকারীরা উপস্থিত থাকবেন ওই বৈঠকে। তার আগে আজ তৃণমূল ভবনে অনুষ্ঠিত বৈঠক থেকে নেওয়া হয়েছে ২ টি কড়া সিদ্ধান্ত। এই বৈঠকে খুব স্পষ্ট করে জানানো হয়েছে ভুতুড়ে ভোটার ধরায় ‘কোনও ফাঁকিবাজি’ চলবে না। তাই বলা হয়েছে কিছুদিন বাড়ির বাইরে বেরিয়ে ধরপাকড় করার পর,সংবাদমাধ্যমে খবর হতেই সব থিতিয়ে গেলে চলবে না।
বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত নেতাদের প্রতিদিন প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে এবং স্ক্রুটিনি করে দেখতে হবে বাড়ির প্রকৃত ভোটার কার্ডধারীদের মাঝে কোনো ভুয়ো ভোটার আছেন কিনা। একইসাথে প্রত্যেক ১৫ দিন অন্তর ওই সার্ভের রিপোর্ট কোর কমিটিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ওই দুই অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করুন! CBI-কে নির্দেশ হাইকোর্টের, তোলপাড় রাজ্য
আজকের বৈঠক থেকেই কোর কমিটির সদস্যদের বেশ কয়েকটি জেলার দায়িত্ব বেঁধে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল নেতা মানস ভ্যুঁইয়াকে। অন্যদিকে মোসারফ হোসেন সামলাবেন নিজের জেলা উত্তর দিনাজপুরের দায়িত্ব। এছাড়াও হাওড়া, হুগলির দিকেও নজর থাকবে তাঁর। এইভাবে কোথায় ভুতুড়ে ভোটার রয়েছে তা দায়িত্ব নিয়ে দেখতে হবে তৃণমূল নেতাদের।
প্রসঙ্গত দিল্লি এবং মহারাষ্ট্রে পরপর বিপুল ভোটে জয়লাভ করেছে কেন্দ্রের মোদী সরকার। এবার তাঁদের টার্গেট বাংলা। তবে বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ইতিমধ্যেই কেন্দ্রের শাসক দলকে রাজনৈতিভাবে চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে তিনি জানিয়েছেন, ওই দুই রাজ্যে ভুতুড়ে ভোটার দিয়ে জয়ী হয়েছে বিজেপি, অন্যরা সেটা বুঝতে না পারলেও তিনি সেটা ধরে ফেলেছেন। তাই মমতার চ্যালেঞ্জ বাংলায় তিনি সেই ফন্দি খাটাতে দেবেন না।