এবার বাংলায় শিল্পের জোয়ার! পানাগড় থেকে কোচবিহারে হবে করিডর! কত বিনিয়োগ এল রাজ্যে?

বাংলা হান্ট ডেস্ক: মাস দুয়েক আগেই স্পেন (Spain) সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল ওই সফরের প্রাপ্তি কী? এবার জানা গেল, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল করিডর পলিসি (West Bengal Industrial Corridor Policy) তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

এই পলিসি অনুযায়ী বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। সেখানে রয়েছে ক্লাসটার ভিত্তিক শিল্পকে বিকশিত করা হবে। বড় বেসরকারি শিল্পদ্যোগীদের বিনিয়োগে জোর দেওয়া হবে, ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান তৈরি করা হবে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম জমির অধিগ্রহণ করা, ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা, জমি বিক্রি করা, ইজারা দেওয়া, শিল্পের উপযোগী হিসেবে জমি রূপান্তরিত করার উপর জোর দেওয়া হবে।

ওয়াকিবহাল মহল মনে করছে, শিল্পে বিদেশি বিনিয়োগের জন্য সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে এসে তিনি বলেছিলেন, এবারের সফর সফল হয়েছে। কিন্তু যদিও বাস্তবে তার কতটা প্রতিফলন হবে সেটা অবশ্য সময় বলবে। কিন্তু এরই মধ্যে রাজ্যের শিল্প ভাবনাকে আরও বাস্তবসম্মত করার জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল করিডর পলিসি তৈরির উদ্যোগ নিল নবান্ন।

আরও পড়ুন: সাতসকালেই এনকাউন্টার! ভূ-স্বর্গে সেনার গুলিতে খতম তিন লস্কর জঙ্গি

জানা যাচ্ছে, দুটি পর্যায়ে এই শিল্প করিডর তৈরি করা হবে। প্রথম পর্যায়ে রয়েছে রঘুনাথপুর থেকে তাজপুর (Tajpur) পর্যন্ত ৩৯৮ কিলোমিটার এলাকা। ডানকুনি থেকে ঝাড়গ্রাম (Jhargram) পর্যন্ত রয়েছে ১৬০ কিলোমিটার এলাকা। ডানকুনি (Dankuni) থেকে কল্যাণী (Kalyani) পর্যন্ত ৪৩ কিলোমিটার এলাকা এবং পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত ৬৩৯ কিলোমিটার এলাকা।

অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ে থাকছে গুরুডি থেকে জোকা (Joka) পর্যন্ত ২৩৪ কিলোমিটার এলাকা‌। খড়গপুর (Kharagpur) থেকে মোড়গ্রাম পর্যন্ত ২৩০ কিলোমিটার এলাকা।

Avatar
Monojit

সম্পর্কিত খবর