যাত্রী সুবিধার্থে হাওড়া-শিয়ালদহ রুটে প্রায় ২০০ স্পেশাল ট্রেনের ঘোষণা! বড় উপহার রেলের

বাংলা হান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বাড়ি ফেরার তাড়া তো সকলেরই থাকে। যে কারণে প্রতিবছরই ট্রেনের টিকিট (Train Ticket) নিয়ে বেশ হুড়োহুড়ি পড়ে যায় দেশে। কেউ চায় ঘরে প্রিয়জন পরিজনদের কাছে ফিরতে তো কেউ বা চায় ঘুরতে যেতে। আর কম খরচে ভ্রমণ করার জন্য ভারতীয় রেলের চেয়ে ভালো কিছু তো হতেই পারেনা। যে কারণে মানুষ চোখ বন্ধ করে ট্রেনের টিকিট কাটেন।

তবে উৎসবের মরশুমে ট্রেনের চাহিদা থাকে তুঙ্গে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, মানুষের ভিড় এমন জায়গায় পৌঁছায় যে তা সামাল দিতে গিয়ে একপ্রকার হিমশিম খেতে হয় রেল (Indian Railways) কর্তৃপক্ষকে‌। যে কারণে যাত্রী সুরক্ষার্থেই স্পেশাল ট্রেন (Special Train) চালায় রেল। আর এখন তো বন্দে ভারতের (Vande Bharat) ক্ষেত্রেও স্পেশাল ট্রেন দিয়েছে রেল মন্ত্রণালয়। এর আগেই দুই ডিভিশন থেকে জানানো হয়েছিল, টিকিটের চাহিদা এতই বেশি যে টিকিটের ঘাটতি দেখা যাচ্ছে।

বাঙালির সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো, লক্ষ্মীপুজো, ভাইফোঁটার রেশ শেষ হলেও এখনও বাকি রয়েছে ছট পুজো। বিহার-সহ উত্তর ভারতে স্বারম্ভরে পালন করা হয় এই পুজো। কর্মসূত্রে যারা দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারাও এইসময় বাড়িতে ফিরে আত্মীয় স্বজনদের সাথে ছট পুজো পালন করতে চান। এই অবস্থায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

আরও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর! এবার সবাই পাবেন কনফার্ম টিকিট, বিরাট ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

এবার ছট উপলক্ষ্যে উত্তর ও মধ্যভারতগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) রুট মিলিয়ে প্রায় ১৮৫টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সূত্রের খবর, হাওড়া, আসানসোল, মালদহ এবং ভাগলপুর রুটে স্পেশাল ট্রেন চালানো হবে। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

আরও পড়ুন : স্ত্রীয়ের জন্মদিন ভুলে গেলেই হাজতবাস! এই দেশে চালু হল আজব নিয়ম, শুনলে চমকে উঠবেন

wap 4 class locomotive of indian railways 1

এইদিন তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটের বাড়তি চাহিদা মেটানোর যথাসাধ্য চেষ্টা করে চলেছে। যাত্রীদের ভ্রমণ সুরক্ষিত করতে তাদের যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুক করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ছট পুজো উপলক্ষে দেশের একাধিক স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে রেল কর্মীর সংখ্যাও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর