বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে রাজ্যের পুলিশ মহল। একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। এমনকি রাজ্যের শাসকদলের মধ্যেও ইতিউতি প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। নিন্দাই সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ক্ষোভের পর সাসপেন্ড বারাবনি থানার ওসি:
তারপরেই আচমকা সাসপেন্ড করা হল আসানসোলের বারাবনি থানার ওসি মনরঞ্জন মন্ডলকে। কি কারণে তাঁকে সাসপেন্ড অর্ডার ধরানো হল? সূত্রের খবর ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অপেশাদার মনোভাব ও কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের পরেই এদিন সাসপেন্ড করা হয়েছে ওই ওসিকে।
এদিন মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্যব্যেও অনাস্থা উঠে এসেছে পুলিশ মহলের একাংশের বিরুদ্ধে।গতকালই নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি টাকা খাওয়ার প্রসঙ্গ তুলে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করেছেন তিনি। এদিন তিনি সরাসরি জানান টাকা নিয়ে কয়লা, বালিপাচারের মতো বেআইনি কাজে সাহায্য করছে পুলিশের নিচুতলার একাংশ।
আরও পড়ুন: সরকারি শিক্ষকদের জন্য দারুণ উপহার! DA বৃদ্ধির থেকেও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
স্বয়ং মুখ্যমন্ত্রীর এই অভিযোগ শোনার পরেই শুরু অ্যাকশন। তোড়জোড় শুরু হয়ে যায় প্রশাসনিক মহলেও। পাশাপাশি গোটা ঘটনায় রাজ্যের ডিজিকে দ্রুত কড়া অ্যাকশন নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুলিশের সংস্কারের পক্ষেও সওয়াল করতে শোনা গিয়েছিল মমতা বন্দোপাধ্যায়কে।
আর তারপরেই আচমকা সাসপেন্ড করা হল বারাবনি থানার ওসিকে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরীর সই করা নির্দেশনামায় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথাও বলা হয়েছে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বারাবনি থানায় ওই ওসির উপস্থিতিতেই তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে।