বিয়ের পরেই সন্তান নিয়ে চিন্তা ভাবনা করবেন তাপসী

বাংলা হান্ট ডেস্ক: তাপসী পান্নুকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন খবর সামনে আসলেও, বেশিরভাগ সময় তিনি চর্চায় ছিলেন নিজের প্রেমের সম্পর্ক নিয়ে। কাকে ডেট করছেন, আদৌ কি প্রেম করছেন কিনা, এই সমস্ত প্রশ্ন বারবারই উঠে এসেছে তাপসীর কাছে। আর এবার সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন তাপসী নিজেই।

বলিউড সুন্দরী তাপসী পান্নু জানিয়েছেন, তিনি প্রেম করছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাকে বিয়ে আর প্রেম নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা বলতেই তাপসী পান্নু জানান, “আমি বিয়ে করিনি। আর যে সমস্ত মানুষরা শুধুমাত্র গসিপ কলম বাদে আমার জীবন সম্পর্ক জানতে চান , তাঁদের সমস্তটাই জানা উচিত। আমার জীবনে যিনি আছেন, তিনি এমন একটা সেক্টরের সঙ্গে যুক্ত যে সেক্টর নিয়ে মানুষের কৌতূহল নেই। তিনি ক্রিকেটার বা অভিনেতা নন”।

এরপরই প্রশ্ন ওঠে, যে তাপসী কবে বিয়ে করছেন, তিনি উত্তরে বলেন, “যে সন্তানের মা হওয়ার ইচ্ছে হবে সেদিন বিয়ে করব। বিয়ে থেকেই সন্তান পেতে চাই”। এই সাক্ষাৎকারের পর থেকেই আপাতত তাপসীর সেই ‘প্রাণ পুরুষ’ নিয়ে কৌতূহল বাড়ছে বলিউডে।

সম্পর্কিত খবর