‘মেয়েবেলা’র ডোডো ফিরছে নতুন রূপে! এবার অর্পণের নায়িকা শ্রীতমা, আসছে কোন সিরিয়াল?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ‘মেয়েবেলা’র (Meyebela) ডোডো দাদা নামেই বেশি জনপ্রিয়। অর্পণ (Arpan Ghoshal) অভিনীত প্রথম বাংলা সিরিয়াল ছিল কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’। এই ধারাবাহিকের পরেই তিনি সুযোগ পেয়ে যান স্টার জলসার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলের জনপ্রিয় মেগা সিরিয়ালে।

এবার শ্রীতমার সাথে জুটি বাঁধছেন ‘মেয়েবেলা’র অর্পণ (Arpan Ghoshal)

এই সিরিয়ালের মৌ-ডোডো জুটি ব্যাপক হিট হয়েছিল। কিন্তু ভালো গল্প হওয়া সত্বেও, টিআরপি অভাবে খুব অল্প দিনে শেষ হয়ে গিয়েছিল দর্শকদের অত্যন্ত পছন্দের এই মেগা। মেয়েবেলা শেষ হওয়ার পর অর্পণ (Arpan Ghoshal) ইতিমধ্যেই বেশ কিছু ছোটখাটো কাজ করে ফেলেছেন। আর এবার টেলিভিশনের পর্দায় আসছে অর্পণ অভিনীত নতুন টেলি সিরিজ  ‘বেবিকে নিয়ে কাণ্ড হেবি’।

অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত কালার্স  বাংলার এই টেলি সিরিজে অর্পণের বিপরীতে নায়িকার ভূমিকায় থাকছেন অভিনেত্রী শ্রীতমা দে। জানা যাচ্ছে  এই টেলি সিরিজে অর্পণের বাবার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কাঞ্চন মল্লিক। চরিত্রের খাতিরে এই টেলি সিরিজে তাঁর  বয়সও বাড়ানো হবে বলে খবর।

আরও পড়ুন : জলে ডুবে ঘাটাল! মনের মানুষ রুক্মিণীকে নিয়ে কীসের উদযাপনে মাতলেন দেব?

টেলিপাড়া সূত্রে খবর, অর্পণ-শ্রীতমা অভিনীত এই টেলি সিরিজটি একেবারে ভিন্ন স্বাদের হতে চলেছে। মূলত উত্তর কলকাতার একটি পাড়ার একটি বাড়িকে কেন্দ্র করেই এগোবে এই ধারাবাহিকের গল্প। পারিবারিক গল্প নিয়ে তৈরী এই টেলি সিরিজে থাকবে হাসি, মজা আর মিষ্টি প্রেমের কাহিনী।

Arpan sri

প্রসঙ্গত আসন্ন এই টেলি সিরিজেই প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে অর্পণ ও শ্রীতমাকে। ইতিপূর্বে সায়ন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘দোআঁশ’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শ্রীতমা। অন্যদিকে অর্পণকে শেষবার দেখা গিয়েছে ‘হইচই’-এর ‘পরিণীতা’য়। পুজোর আগে এই  মুহূর্তে এই টেলি সিরিজের শুটিং ফ্লোরে রয়েছে তুমুল ব্যস্ততা। জানা যাচ্ছে, চলতি‌ বছরের শেষের দিকেই কালার্স বাংলায় এই টেলি সিরিজ সম্প্রচারিত হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর