বাংলা হান্ট ডেস্কঃ মালদার মোথাবাড়িতে অশান্তির (Mothabari Vilolence) ঘটনার পর চরম আতঙ্কে রয়েছেন এলাকার হিন্দু বাসিন্দারা। গত সপ্তাহের বুধবার হিন্দুদের দোকানপাট থেকে শুরু করে বাড়িঘর সমস্ত জায়গায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল। এসবের মধ্যেই গোটা এলাকা ‘হিন্দুশূন্য’ করে দেওয়ার হুমকি হুঁশিয়ারি দেওয়ার পালা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। মোথাবাড়ির এই অশান্ত পরিস্থিতির মধ্যেই বাংলা হান্টের ক্যামেরায় ধরা পড়লো এলাকাবাসীর ভয়াবহ অভিজ্ঞতার কথা।
অশান্তির পর মোথাবাড়িতে (Mothabari Vilolence) আতঙ্কিত গ্রামবাসী
মোথাবাড়ি তাঁতীপাড়া এলাকার এক মহিলার অভিযোগ তিনজন যুবক বাইকে করে এসে হিন্দু পাড়ায় উপর দিয়ে যেতে যেতেই চিৎকার করে বলতে শুরু করে ‘পাকিস্তান জিন্দাবাদ’! বাংলার মাটিতে দাঁড়িয়ে একদল যুবকের এমন আচরণে আতঙ্কিত এলাকাবাসীরা। একই সাথে অকথ্য ভাষায় হিন্দুদের আঘাত করার কথাও বলা হয়।
সংবাদমাধ্যমের সামনে এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ মোথাবাড়ির হিংসার (Mothabari Vilolence) ঘটনার পর থেকেই ইচ্ছাকৃতভাবে হিন্দু পাড়ায় গিয়ে, ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে শ্লোগান দেওয়া শুরু করেছে কয়েকজন যুবক। স্থানীয় ওই মহিলার অভিযোগ ছোট বড় সবার মুখেই এই একই শ্লোগান। অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন ওই সমস্ত যুবকদের বেশিরভাগেরই বয়স ২০-৩০ এর আশেপাশে।
আরও পড়ুন: মিলবে ফিরহাদের ভবিষ্যদ্বাণী? কুমারগ্রামের বিজেপি বিধায়কের ফেসবুক পোস্টে ঘিরে তুঙ্গে জল্পনা
মোথাবাড়ির অশান্তির (Mothabari Vilolence) প্রায় এক সপ্তাহ পরেও এখনও এলাকা যে বেশ থমথমে তা বোঝা গেল গ্রামবাসীদের কথা শুনেই। এখনও তাঁরা রাস্তাঘাটে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন। এদিন সেই আতঙ্কের কথাই বাংলা হান্টের প্রতিনিধির কাছে তুলে ধরেছিলেন ওই গ্রামেরই এক মহিলা। প্রসঙ্গত গ্রামের বাসিন্দাদের নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ। কিন্তু পুলিশ প্রশাসন টহল দেওয়া সত্ত্বেও আতঙ্ক পিছু ছাড়ছে না কিছুতেই। স্থানীয় ওই মহিলার কথায়, ‘পুলিশ তো টহল দিচ্ছে স্ট্যান্ডে ভিতরে তো না!’
আতঙ্কিত ওই মহিলার অভিযোগ ওই যুবকরা বারবার বাইকে করে এসে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেই পালিয়ে যাচ্ছে। তাঁর কথায়,’আমরা তো আর ইঁট নিয়ে পিছন পিছন দৌড়াতে পারছি না!’ ওই মহিলার স্পষ্ট দাবী যে যুবকরা এই কাণ্ড ঘটাচ্ছেন তারা তাঁদের কেউই এই গ্রামের বাসিন্দা নয় অন্য কোনো গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের পক্ষে ওই যুবকদের চেনা সম্ভাব নয়। তাই সবমিলিয়ে পুলিশি টহলদারির মাঝেও চরম আতঙ্কিত মোথাবাড়ির তাঁতিপাড়ার গ্রামবাসীরা।