বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই প্রবল ভূমিকম্পে (Earthquake) বিপর্যয় নেমে এসেছিল মায়ানমার এবং থাইল্যান্ডে। দুদিন যেতে না যেতেই ফের কাঁপল মাটি। এবার ভারতের একেবারে নাকের ডগাতেই, পাকিস্তানে। সোমবার বিকেলে পাকিস্তানের করাচি এবং সংলগ্ন অঞ্চলে হয় ভূমিকম্প। জানা গিয়েছে, করাচির কাছাকাছি কোনো অঞ্চলেই ছিল ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল। কম্পনের মাত্রা ছিল ৪.৭।
কখন হয় ভূমিকম্প (Earthquake)
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল ভারতীয় সময় অনুসারে ৪ টে ৪০ মিনিটে কম্পন (Earthquake) অনুভূত হয়। পাকিস্তানের স্থানীয় সময় ৪ টে ১০ মিনিট। ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পাকিস্তানের বালোচিস্তান প্রদেশেও সামান্য কম্পন অনুভূত হয়েছে।
উৎসস্থল কোথায় ছিল: জানা গিয়েছে, পাকিস্তানের করাচি শহর থেকে প্রায় ১০০ কিমি দূরে ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল। আর বালোচিস্তান প্রদেশের উথল শহর থেকে প্রায় ৬৫ কিমি দক্ষিণ পূর্বে। এখনো পর্যন্ত এই ভূমিকম্পে (Earthquake) কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দাদের অনেকেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কম্পন অনুভূত হতে ভয় পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে।
আরো পড়ুন : দুর্নীতির কারণে ১৪ বছরের কারাদণ্ড! জেলবন্দি অবস্থাতেই নোবেল শান্তি পুরস্কার পাবেন ইমরান খান?
পরপর ভূমিকম্পের খবর: প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পরপর একাধিক ভূমিকম্পের (Earthquake) খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মাসের শেষের দিকেও পাকিস্তানে একটি ভূমিকম্প (Earthquake) হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল ৪.৫। গত শুক্রবার মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের আতঙ্ক তো এখনো মানুষের মনে টাটকা হয়ে রয়েছে।
আরো পড়ুন : জলের নিচে সাক্ষাৎ “মারণাস্ত্র”! চালক ছাড়াই নিঃশব্দে ধ্বংস করবে শত্রু, সবাইকে চমকে দিল DRDO
মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মায়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ হাজার। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মীয়মান বহুতল সম্পূর্ণ ধসে গিয়েছে। তার নীচেও এখনো অনেকে চাপা পড়ে রয়েছে বলে খবর।