অস্তগামী ‘ইন্ডিয়া’ জোট! ভোটের আগেই বড় ধাক্কা দিলেন মেহবুবা মুফতি, করলেন বিরাট ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক : জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) ফের একবার বড় ধাক্কা খেল মহাগঠবন্ধন। দিন কয়েক আগেই এককভাবে নির্বাচন লড়ার ঘোষণা করেছেন ফারুক আবদুল্লাহর (Farooq Abdullah) দল। আর এবার একই পথে হাঁটতে চলেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP)ও। আসন্ন লোকসভা নির্বাচনে আলাদা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে দলটি।

লোকসভা নির্বাচনের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি। দিনকয়েক আগেই কাশ্মীরে জরুরী বৈঠক সেরেছে মেহবুবা মুফতির (Mehbooba Mufti) দল। এইদিন কাশ্মীরে অনুষ্ঠিত এই বৈঠকেল পর দলের প্রধান মেহবুবা মুফতি বলেন, তার দল লোকসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শীঘ্রই রাজ্যের লোকসভা আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। তারপরেই নাম ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এইদিন বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমান ভিরী, সাধারণ সম্পাদক ডা. মেহবুব বেগ ও গোলাম নবী লোন হানজুরা, অতিরিক্ত সাধারণ সম্পাদক আছিয়া নাকাশ, সাবেক মন্ত্রী নাঈম আখতার ও জহুর আহমেদ মীরসহ জেলা সভাপতি, নির্বাচনী ইনচার্জ ও আঞ্চলিক সভাপতিরা

আরও পড়ুন : মাধ্যমিকের নম্বর নিয়ে আরও কড়াকড়ি হল পর্ষদ, জারি হল নয়া নিয়ম

এর আগে এনসি সহ সভাপতি ওমর আবদুল্লাহ বলেছিলেন, এনসি-র দখলে থাকা আসনগুলি ছাড়া অন্য আসনগুলিতে জোট বিবেচনা করা হবে। এই ঘোষণার পরপরই এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন এনসি প্রধান। সেই সময় পিডিপি জানায়, দলের উদ্দেশ্য ঐক্য, তবে এনসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর