নিউজিল্যান্ডের পর এবার সফর বাতিল করল ইংল্যান্ড, ফের নাক কাটলো পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্কঃ নিরাপত্তার কারণে এর আগেই পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। এমনকি পাকিস্তানে পৌঁছে যাওয়ার পরেও সিরিজ শুরুর ঠিক আগে পিছিয়ে গিয়েছে তারা। নিরাপত্তা আধিকারিকদের দেওয়া ইন্টেলিজেন্স রিপোর্টের কারণে ঝুঁকি তৈরি হয়েছিল খেলোয়াড়দের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। যার জেরে একপ্রকার বাধ্য হয়েই সফর বাতিল করেছিল তারা।

এবার ফের একবার বড় ধাক্কা খেলো পাকিস্তান। নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর করার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থার কারণেই সিরিজ বাতিল করল তারাও। ইসিবির পক্ষ থেকে সোমবারই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে পাকিস্তান সফরের জন্য মহিলা বা পুরুষ কোনো দলই পাঠাবে না তারা। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে পাকিস্তানে যাওয়া যথেষ্ট চিন্তার বিষয়। কারণ খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বোর্ডের কাছে সবকিছুর উপরে।

   

সোমবার বিবৃতিতে ইসিবি জানিয়েছে , “টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে পাকিস্তানে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে রাজি হয়েছিলাম আমরা। মহিলা দলেরও ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এই সপ্তাহে বোর্ডের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তানে কোনও দল পাঠানো হবে না।”

একের পর এক দলের এভাবে পাকিস্তান সফর বাতিল করা যথেষ্ট চিন্তার বিষয় পাক ক্রিকেটের জন্য। শুধু তাই নয় বারংবার হতাশ হতে হচ্ছে ক্রিকেট ফ্যানেদেরও। প্রসঙ্গত এর আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জানিয়েছিলেন এই পরিস্থিতিতে আরব আমিরশাহীতে খেলা হলেই পাকিস্তানের সঙ্গে সিরিজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ইংল্যান্ডের পক্ষে। না হলে সফর যে বাতিল হবে তার ইঙ্গিত কার্যত দিয়েই দিয়েছিলেন তিনি। এবার সেই পথেই হাঁটল ইসিবি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর