অপারেশন সিঁদুরের পরেই বড় খবর! সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র, ফের বড় কোনও সিদ্ধান্ত?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহ দুয়েকের অপেক্ষা শেষেই কড়া জবাব! পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পাল্টা দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যে গর্বিত গোটা দেশ। এই আবহে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। বৃহস্পতিবার ফের সর্বদলীয় বৈঠক ডাকল মোদী সরকার।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরেই বড় পদক্ষেপ!

বুধবার ‘মক ড্রিলে’র দিকে নজর ছিল সকলের। কিন্তু তার আগেই রাতের অন্ধকারে চলল সেনা অভিযান। একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। রাজনৈতিক বিবাদ ভুলে অপারেশন সিঁদুরের সাফল্যে আনন্দিত বিরোধীরা। সেনাবাহিনীর প্রশংসা করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এই আবহে জানা গেল, আগামীকাল ফের সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এদিন এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) এই সর্বদলীয় বৈঠকের কথা জানান। আগামীকাল সকাল ১১টা থেকে এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন তিনি। পার্লামেন্ট কমপ্লেক্সের পার্লামেন্ট লাইব্রেরি ভবনে এই মিটিং আয়োজিত হবে।

আরও পড়ুনঃ পাকিস্তানে বন্দি স্বামী! ‘অপারেশন সিঁদুরে’র পরেই কান্না বাঙালি জওয়ানের স্ত্রীর! বললেন, ‘পাকিস্তান হয়তো…’

জানা যাচ্ছে, অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী দলগুলিকে বিশদে জানাতেই এই বৈঠক ডেকেছে মোদী সরকার (Central Government)। আগামীকালের এই মিটিংয়ে কি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে? সেই প্রশ্নও দেখা দিয়েছে অনেকের মনে।

After Pahalgam terror attack Indian Army Operation Sindoor strikes on terrorist camp

উল্লেখ্য, গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় প্রাণ যায় ২৬ জনের। সেই ঘটনার পর নানান মহল থেকে ‘বদলা’র দাবি উঠছিল। অবশেষে সপ্তাহ দুয়েকের মাথায় কড়া ‘জবাব’ দিল ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক জঙ্গি ঘাঁটি।

জানা যাচ্ছে, মাত্র ২৫ মিনিটের এই অভিযানে ছত্রভঙ্গ হয়ে যায় জঙ্গিদের নানান ডেরা। কোনও সাধারণ নাগরিক নন, বেছে বেছে কেবলমাত্র জঙ্গিদের আস্তানাকেই ‘টার্গেট’ করেছিল এদেশের সেনা। সন্ত্রাসবাদকে বিনাশ করতে নিখুঁতভাবে সাজানো হয় এই অপারেশন (Operation Sindoor)। জানা যাচ্ছে, এই নিয়েই বিরোধী দলগুলিকে বিশদে জানাতে সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X