বাংলা হান্ট ডেস্কঃ সাফল্য পেয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানের ১০০ জনের বেশি জঙ্গিকে নিকেশ করেছে ভারত। এই নিয়ে সোমবার জাতির উদ্দেশে ভাষণেই ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। এবার বায়ু সেনাঘাঁটিতে পৌঁছে গিয়ে সেনা-জওয়ানদের সরাসরি অভিনন্দন জানালেন মোদি।
মঙ্গলবার ভোরে পাঞ্জাবের আদমপুর বায়ু সেনাঘাঁটিতে পৌঁছে যান নমো। সেখানেই সেনা-জওয়ানদের অভিনন্দনে ভরিয়ে দেন। পালটা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় নমোকে ঘিরে ধরে জওয়ানরাও। বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী।
ঘটনাচক্রে, যে কটি বায়ুসেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে পাকিস্তান হামলার চেষ্টা করেছিল তার মধ্যে আদমপুর বায়ুসেনাঘাঁটি একটি। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় শত্রু দেশের সেই হামলা ছুঁতেও পারেনি ভারতকে। সব ক’টি হামলাই সুকৌশলে ব্যর্থ করেছে ভারতীয় সেনা।
পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত এবং পাক হামলা দক্ষতার সঙ্গে প্রতিহত করায় তিন বাহিনীকে প্রশংসায় ভরিয়েছেন প্রধানমন্ত্রী। গতকালই নমো বলেছিলেন, ‘‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি আমরা প্রস্তুত থেকেছি। সেনাবাহিনী ‘নিউ নর্মাল’ তৈরি করেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে। কোনও পরমাণু হুমকি ভারত সহ্য করবে না।’’
আরও পড়ুন: গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করা যাবে না! বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! কোন মামলায়?
এদিন বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদী লেখেন, ‘‘মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়ে আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে, বাহাদুরির সঙ্গে লড়াই করেছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করা আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত তারা।’’