এশিয়া কাপ হাতছাড়া করতে চাইছে না পাকিস্তান! BCCI-এর কাছে করুণ অনুরোধ রাখলো PCB

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজনের দায়িত্ব যাতে অন্য কোন ক্রিকেট বোর্ডের হাতে না যায় সেই বিষয়টি নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। পিসিবি প্রধান নাজম শেট্টি (Najam Sethi) কিছুদিন আগেই একটি অভিনব উপায়ে এশিয়া কাপ আয়োজনের পরামর্শ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন গোটা টুর্নামেন্টটি পাকিস্তানেই আয়োজিত হোক কিন্তু শুধুমাত্র ভারতের ম্যাচগুলি আয়োজিত হোক সংযুক্ত আরব আমিরশাহীতে।

কিন্তু বিসিসিআই সহ অন্যান্য দেশগুলির ক্রিকেট বোর্ড এই প্রস্তাবে সম্মত হয়নি। ফলে ওই পরিকল্পনা ভেস্তে যায়। এখন এই টুর্নামেন্ট আয়োজনের একটি অভিনব উপায়ের কথা ফের প্রকাশে এনেছে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে গোটা টুর্নামেন্টে আয়োজিত হোক ইংল্যান্ডের মাটিতে। যদিও কোনও সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেনি তারা এখনো এই পরিকল্পনার অংশ হিসেবে।

   

pcb 1

বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান জয় শাহ গতবছর স্পষ্ট করে দিয়েছিলেন যে ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে ওই টুর্নামেন্ট অন্য কোন দেশে আয়োজন করার কথা ভাবছেন তারা। এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমী দুই পক্ষই তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে।

নাজম শেট্টি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তান এসিসির যাবতীয় আর্থিক উপার্জনের মূল কেন্দ্রবিন্দু। আর এই মুহূর্তে যেহেতু পাকিস্তানের হাতে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব তাই তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান না হলে অন্য কোথাও এই টুর্নামেন্টে আয়োজিত হবে। তবে ইংল্যান্ডের টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিসিসিআইয়ের কোনও মতামত এখনো অবধি প্রকাশ্যে আসেনি।

মাঝে পাকিস্তান ভারতের একগুঁয়ে মনোভাবের কারণে বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল। ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে তারাও ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রাখবে না এমনটা দাবি করেছিল পিসিবি। কিন্তু তাদের সাম্প্রতিক অবস্থান দেখে সেই দাবিটিকে এখন ফাঁকা আওয়াজ বলেই মনে করা হচ্ছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর