বাংলা হান্ট ডেস্ক : Paytm এর পর এবার Google Pay। খুব শীঘ্রই বড় ঝটকা পেতে চলেছে এই সংস্থা। সূত্রের খবর, আগামী ৪ জুন থেকে এই ডিজিটাল ওয়ালেটের ব্যবহার বন্ধ করতে চলেছে এই দেশ। এই প্রসঙ্গে গুগল জানিয়েছে, গুগল ওয়ালেটের সব ফিচার স্থানান্তর করে লেনদেনকে সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, গুগল পে-র এই পরিষেবা বন্ধ হতে চলেছে মার্কিন মুলুকে। গত বৃহস্পতিবারই এই ঘোষণা করে দিয়েছিল টেক জায়ান্ট। যদিও ভারত ও সিঙ্গাপুরের ইউজারদের এখনই চিন্তা করতে মানা করেছে সংস্থাটি। সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে কেবল মার্কিন মুলুকেই বন্ধ হচ্ছে গুগুল পে-র ডিজিটাল ওয়ালেট সার্ভিস।
আপাতত আগামি ৪ জুন পর্যন্ত অর্থ আদান প্রদান করার অনুমতি দিয়েছে গুগল। এই সময় পেরিয়ে গেলে ইউজারদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে Google Pay ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন৷ এছাড়াও কোম্পানি গুগল পে ইউজারদের গুগল ওয়ালেট অ্যাপে শিফট করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতে হলে দিতে হবে ২০০ টাকা, বীরভূম ট্যাক্স কালেক্টরের কীর্তিতে ‘থ’ এলাকাবাসী
প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকায় ব্যাপক জনপ্রিয় এই অ্যাপ। মার্কিন মুলুকের অধিকাংশ মানুষই এই অ্যাপের মাধ্যমে টাকা আদান প্রদান করে থাকে। আমেরিকায় অন্যান্য যে কোনও অ্যাপের থেকে ৫ গুণ বেশি ব্যবহার হয়ে থাকে এই অ্যাপটি। তবে এবার থেকে গুগল পে-র পুরনো ভার্সনটি আর ব্যবহার করতে পারবেনা মার্কিন মুলুকের বাসিন্দারা।