বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে একের পর এক বড় অ্যাকশন নিচ্ছে RBI (Reserve Bank Of India)। ইতিমধ্যেই Paytm-এর ওপর পদক্ষেপের পরে, RBI Visa এবং Mastercard-এর মতো ইন্টারন্যাশনাল পেমেন্ট মার্চেন্টসের বিরুদ্ধে দৃষ্টি নিক্ষেপ করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক Visa এবং Mastercard-কে বিজনেস পেমেন্ট বন্ধ করতে বলেছে।
উল্লেখ্য যে, কার্ড পেমেন্টে ভ্যালুর দিক থেকে Visa এবং Mastercard প্রাধান্য পায়। এমতাবস্থায়, কেন্দ্রীয় ব্যাঙ্কের এহেন পদক্ষেপের পর সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে, এই দুই পেমেন্ট মার্চেন্টসদের ওপর ঠিক কি প্রভাব পড়বে? বর্তমান প্রতিবেদনে এই প্ৰসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
RBI সাসপেন্ড করেছে পেমেন্ট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৮ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক এই অ্যাকশন নেয়। মূলত, কেন্দ্রীয় ব্যাঙ্ক Visa এবং Mastercard-এর মাধ্যমে কোম্পানিগুলিকে কার্ডের দ্বারা বিজনেস পেমেন্টস (কমার্শিয়াল পেমেন্ট) স্থগিত করতে বলেছে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজনেস পেমেন্ট সলিউশন প্রোভাইডার (BPSP)-এর সমস্ত লেনদেন স্থগিত করতে বলেছে।
আরও পড়ুন: শীতঘুম কাটিয়ে এবার ঝোড়ো ব্যাটিং SBI-এর শেয়ারের! বিনিয়োগকারীরা হলেন মালামাল
গ্রাহকদের ওপর কি প্রভাব পড়বে: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বৃহৎ কার্ড কোম্পানি Visa এবং Mastercard-এ থার্ড পার্ট অ্যাপের মাধ্যমে মানি ট্রান্সফার এবং রেন্ট পেমেন্টের মতো B2B লেনদেন থেকে নিষিদ্ধ করেছে। এমতাবস্থায়, এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়বে শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনের ওপর। যা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে করা হয়। এই প্রসঙ্গে সূত্রকে উদ্ধৃত করে Mint-এর প্রতিবেদনে বলা হয়েছে, এইভাবে সীমিত সংখ্যক আর্থিক লেনদেন হওয়ায় এর প্রভাব বেশ সীমিত হবে। তবে, অন্যান্য কর্পোরেট লেনদেনে এর কোনো প্রভাব পড়বে না।
আরও পড়ুন: টেস্ট অভিষেকে নজর কাড়ল সরফরাজের জার্সি নম্বর! “৯৭” সংখ্যায় লুকিয়ে বড় রহস্য, জানলে বাড়বে শ্রদ্ধা
মানি লন্ডারিংয়ের সন্দেহ: উল্লেখ্য যে, রিজার্ভ ব্যাঙ্ক এই পদক্ষেপের পেছনের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি। তবে, খবরে বলা হচ্ছে যে, কার্ড ব্যবহার করে সেইসব মার্চেন্টসকে অর্থ প্রদান করা হচ্ছে যাদের KYC করা হয়নি। আর এই বিষয়টি RBI-র নজরে আসে। এছাড়াও, রিজার্ভ ব্যাঙ্ক কিছু বড় লেনদেনে জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের সন্দেহ করছে।