বাংলা হান্ট ডেস্ক: পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের ক্রমশ দাম বৃদ্ধিতে পকেটে যথেষ্ট টান পড়েছে মধ্যবিত্তদের। বিগত ৬ মাসে CNG-র দামও প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। তবে, এখনই মিলছেনা স্বস্তি। বরং, এবারে খরচের তালিকায় যোগ হতে চলেছে টোল ট্যাক্সের টাকাও! জানা গিয়েছে যে, এবার টোল প্লাজার রেট ১০ টাকা থেকে ৬৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, আগামীকাল অর্থাৎ ১ এপ্রিল থেকেই যানবাহন অনুযায়ী টোলের হার বাড়বে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) সাধারণ যানবাহনের জন্য ১০ টাকা এবং বাণিজ্যিক যানবাহনের জন্য ৬৫ টাকা টোল বাড়িয়েছে বলেও খবর মিলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর টোল ট্যাক্স NHAI দ্বারা সংশোধিত হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ফলস্বরূপ, আগামী ১ এপ্রিল থেকে যাতায়াতের জন্য আগের থেকে বেশি টোল ট্যাক্স দিতে হবে যাত্রীদের।
এই প্রসঙ্গে NHAI-র প্রজেক্ট ডাইরেক্টর এনএন গিরি জানিয়েছেন যে, ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দিল্লির সাথে সংযোগকারী হাইওয়েতে, গাড়ি এবং জিপের জন্য টোল ট্যাক্স ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে বড় যানবাহনের ক্ষেত্রে। এর মধ্যে ওয়ান-ওয়ের টোল বাড়ানো হয়েছে ৬৫ টাকা।
কোন কোন রুটে বাড়বে টোলের পরিমান:
এছাড়াও জানা গিয়েছে যে, দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে (৫৯.৭৭ কিমি) টোল চার্জ কমপক্ষে ১০ শতাংশ বৃদ্ধি করা হবে। সারাই কালে খান থেকে কাশী টোল প্লাজা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে গাড়ি এবং জিপের মত যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স ১৪০ টাকার পরিবর্তে ১৫৫ টাকা করা হবে। পাশাপাশি, সারাই কালে খান থেকে রসুলপুর সিক্রোড প্লাজা পর্যন্ত টোল ট্যাক্স হবে ১০০ টাকা। আর ভোজপুরের জন্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। ইন্দিরাপুরম থেকে, কাশী পর্যন্ত যেতে সাধারণ গাড়ির জন্য ১০৫ টাকা, ভোজপুর পর্যন্ত ৮০ টাকা এবং রসুলপুর সিক্রোড পর্যন্ত ৫৫ টাকা টোল নেবে NHAI।
জানা গিয়েছে যে, গত বছরের ২৫ ডিসেম্বর থেকেই দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে যাত্রীদের কাছ থেকে টোল আদায় শুরু করার কথা ছিল NHAI-র। কিন্তু তখন তা সম্ভব হয়নি।
এছাড়াও, দিল্লি-জয়পুর হাইওয়েতে অবস্থিত খেরকি দৌলা টোল প্লাজাতেও (Kherki Daula toll plaza) টোল ট্যাক্স বাড়ানো হবে। এই টোল প্লাজায় ট্যাক্সের ১৪ শতাংশ বৃদ্ধি ঘটবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ে (KMP) টোল ৯ শতাংশের বেশি বাড়তে পারে। এই প্রসঙ্গে খেরকি দৌলা টোল প্লাজার কর্তৃপক্ষ অনুসারে জানা গিয়েছে যে, আগামী ১ এপ্রিল থেকে, বড় বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে (ট্রাক, বাস এবং অনুরূপ যানবাহন) প্রতি ট্রিপে ২৩৫ টাকা নেওয়া হবে। আগে এর পরিমান ছিল ২০৫ টাকা।
এছাড়াও,গাড়ি এবং জিপের নিয়মিত টোল ট্যাক্স ১০ টাকা থেকে ৭০ টাকা এবং ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, মিনিবাসের ক্ষেত্রে ১০০ টাকার পরিবর্তে ১১৫ টাকা নেওয়া হবে। জানা গিয়েছে, খেরকি দৌলা টোল প্লাজা দিয়ে প্রতিদিন ৮০,০০০-এরও বেশি যানবাহন চলাচল করে।