পেট্রোল, ডিজেলের পর এবার দাম বাড়ল রান্নার গ্যাসের! মাথায় হাত দেশের জনতার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামের জেরে খবরের শিরোনামে উঠে এসেছিল বাংলাদেশ (Bangladesh)। এদিকে, এর ফলে পরিবহণ ক্ষেত্রে খরচ বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও হু হু করে বৃদ্ধি পায় সেখানে। যার জেরে সরাসরি প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। তবে, এবার ফের পকেটে টান পড়তে চলেছে সেখানকার বাসিন্দাদের। জানা গিয়েছে, এবার বাংলাদেশে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। খবর অনুযায়ী, সেখানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৬ টাকা বৃদ্ধি গিয়েছে।

এমতাবস্থায়, নতুন দাম নির্ধারণের ফলে এখন সেখানে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ২৩৫ টাকা। পূর্বে এই দাম ছিল ১ হাজার ২১৯ টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এলপিজি তৈরির ক্ষেত্রে মূল উপাদান হল প্রোপেন ও বিউটেন। এগুলি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এদিকে, প্রোপেন ও বিউটেনের দাম প্রতি মাসে নির্ধারণ করে সৌদি আরবের প্রতিষ্ঠান “আরামকো”। সেই দামের ওপর ভিত্তি করেই বাংলাদেশে এলপিজির দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)।

এদিকে, গত মাসেই বাংলাদেশে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমানো হয়েছিল। যদিও, বুধবার থেকেই ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। এই প্রসঙ্গে জানা গিয়েছে, বিশ্ববাজারে দাম কমার পরেও বাংলাদেশে ডলারের বিনিময় হার কমানো যায়নি। এমতাবস্থায়, ডলারের বিনিময় হার ১০৪ টাকা ধরে নিয়ে এই দাম নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিল মাস থেকে বাংলাদেশে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করছে BERC। মূলত, বাজারের অবস্থা এবং ডলারের দামের ওপর ভিত্তি করেই প্রতি মাসে এই দাম ধার্য করা হয়। এই প্রসঙ্গে বিইআরসির পক্ষ থেকে জানা গিয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্ক ডলারের দাম ৯৫ টাকা নির্ধারণ করেছে। এমতাবস্থায়, এই দাম ধরে হিসেব করা হলে এলপিজির দাম হ্রাস পেলেও ১৬ টি কোম্পানির ইনভয়েস ও ঋণপত্রের কাগজে বিভিন্ন রকম বিনিময় হার লক্ষ্য করা গেছে। আর সেই কারণেই উল্লিখিত দরের গড় করে এবার এলপিজির দাম নির্ধারণ হয়েছে।

এছাড়াও জানা গিয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও বেসরকারি ক্ষেত্রে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০২ টাকা ৮৮ পয়সা হিসেবে ধার্য করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন পরিমানের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারিত হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এবার বাংলাদেশে অটোতে ব্যবহৃত এলপিজির প্রতি লিটারে নতুন দাম নির্ধারিত হয়েছে ৫৭ টাকা ৫৫ পয়সা। পূর্বে এর দাম ছিল ৫৬ টাকা ৮৫ পয়সা।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X