নতুন অধ্যায় শুরু হল শিল্টন পালের ফুটবল ক্যারিয়ারে। 14 বছর মোহনবাগানে খেলার পর অবশেষে জার্সি বদল করলেন বাগানের বাজপাখি। এক বছরের চুক্তিতে গোয়ার ফুটবল দল চার্চিল ব্রাদার্সে যোগদান করলেন শিল্টন পাল।
এই মোহনবাগান ফুটবল ক্লাব থেকে শিল্টন পালের ক্যারিয়ারে উত্থানে শুরু হয়। 14 বছর মোহনবাগান ফুটবল দলের হয়ে খেলেছেন। অধিনায়ক হিসাবে মোহনবাগান জার্সি গায়ে আইলিগ জিতেছেন শিল্টন পাল কিন্তু অবশেষে মোহনবাগান ছাড়তে হল। এই প্রসঙ্গে শিল্টন পাল বলেছেন কখনও ভাবিনি মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবের হয়ে খেলবো। মোহনবাগানে নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছা ছিল। কিন্তু ফুটবলারদের জীবন এরকমই। পরিস্থিতির চাপে পড়ে আমাকে দল পরিবর্তন করতে হল।
দল পরিবর্তন করলেও শিল্টন পাল এখনো মনেপ্রাণে মোহনবাগানী। শিল্টন পাল জানিয়েছেন দল পরিবর্তন করলেও আমার বিশ্বাস মোহনবাগান সমর্থকরা সব সময় আমাকে সাপোর্ট করবে। শিল্টন জানিয়েছেন মোহনবাগান সমর্থকদের ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবো না। এই বছর আইলিগ অনুষ্ঠিত হবে কলকাতায়। সেই কারণে শিল্টন জানিয়েছেন যেহেতু এবারে আইলিগে মোহনবাগান খেলছে না তাই আমার বিশ্বাস মোহনবাগান সমর্থকরা চার্চিল ব্রাদার্স সাপোর্ট করবেন। মোহনবাগানের হয়ে দুবার আই লিগ জয়ী শিল্টন পাল এবার চার্চিল ব্রাদার্সের হয়ে আইলিগ জিততে চান। সেই সাথে শিল্টন চান মোহনবাগান এবারের আইএসএল জিতুক।