বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল পার্থ ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। পেরিয়ে গেছে দীর্ঘ ৫ মাস। বহুবার আবেদন করেও মেলেনি জামিন। এখনো শ্রীঘরেই দিন কাটছে এই দুই অভিযুক্তর।
আজ বুধবার, ইডি-র ( Enforcement Directorate) দ্বিতীয় চার্জশিটের পর ফের একবার আদালতে হাজিরা দেবে অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের। সূত্র মারফত জানা গেছে, জেল থেকেই ভার্চুয়ালি বিশেষ আদালতে হাজিরা দেবেন এই দুই অভিযুক্ত।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এখনো পর্যন্ত আদালতে দুটি চার্জশিট পেশ করেছে। সেই দুটো চার্জশিটেই অভিযুক্ত হিসেবে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। অন্যদিকে ইডির চার্জশিটের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই আদালতে গিয়েছেন পার্থ ও তার আইনজীবী । পার্থর আইনজীবীর যুক্তি, ইডির তদন্তকারী অফিসারের চার্জশিট দেওয়ার ক্ষমতা নেই, তাই এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরও জানা গিয়েছে, আজ এই দুজনের ফের জেল হেফাজতের আবেদন জানাবে ইডি আধিকারিকরা। অন্যদিকে অনুমান, এই দুজনের জামিনের আবেদন জানানো হবে এদের আইনজীবী তরফে।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির ম্যারাথন জেরার পর গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে তার ঘনিষ্ঠ অভিনেত্রী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে উদ্ধার হয়েছিল সম্পদের পাহাড়। এরপর তাকে আটক করে তদণ্ডকারী সংস্থা। কিন্তু জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় পার্থর পর চলতি বছর জুলাই মাসে গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা