মদ্যপ পুলিশের আক্রমণ কুস্তিগীরদের! ‘এই দিন দেখতে দেশের হয়ে মেডেল জিতেছি?’ প্রশ্ন বিনেশ ফোগাতের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় কুস্তিগীরদের চলা ধর্না সম্পর্কে সকলেই অবহিত। তাদের এই আন্দোলন যথেষ্ট প্রচার পাচ্ছে না বলে তার এর মধ্যে অনেকেই অভিযোগ তুলেছেন। যদিও ইতিমধ্যে দেশের বিভিন্ন মহলের মানুষ তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। তাদের এই লড়াই চলছে ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতির দ্বারা সাত জন মহিলা কুস্তিগীরের হেনস্থা হওয়ার প্রতিবাদে। রাজনৈতিক ভাবে শাসক দলের সঙ্গে যুক্ত থাকায় ওই সভাপতি কোনর শাস্তি হয়নি এখনো পর্যন্ত এমনটা দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

ইতিমধ্যে নানান ভাবে এই আন্দোলনকে দমন করার চেষ্টা চালানো হচ্ছে। যাতে তারা প্রতিবাদ আন্দোলন বন্ধ করে দেয় সেই জন্য প্রতিবাদ স্থল থেকে আলো এমনকি জলের সরবরাহ বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে বলেও শোনা গিয়েছে। কিন্তু তাও প্রবলভাবেই নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। কিন্তু এবার তাদের এক নতুন বিপত্তের সম্মুখীন হতে হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালাচ্ছেন কুস্তিগীররা। গতকাল রাতে তারা অভিযোগ করেছে যে বুধবার গভীর রাতে মাতাল পুলিশ পাঠিয়ে তাদের হেনস্থা করা হয়েছিল। কুস্তিগীররা দাবি করেছেন যে তারা যখন প্রতিবাদস্থলে নিজেদের বিছানা গুলি আনতে গিয়েছিল, তখন মদ্যপ পুলিশ তাদের ওপর জোর জুলুম করে।

গোটা ঘটনায় অত্যন্ত ব্যথিত হয়ে কেঁদে ফেলেছেন বিনেশ ফোগত। তারা আসামি নন, কেবল নিজেদের দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন। তাও পুলিশ তাদের এমন ভাবে হেনস্থা করায় অত্যন্ত দুঃখিত তারা। দেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতে দেশকে গৌরব এনে দেওয়ার পরেই এই দিন তাদের প্রাপ্য ছিল না বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন এমন অপমানের করার চেয়ে তাদের যেন মেরে ফেলা হয়।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী অনুমতি ছাড়াই বিছানা নিয়ে বিক্ষোভের জায়গায় পৌঁছেছিলেন এবং সেটি কুস্তিগীরদের হাতে তুলে দিতে যান। পুলিশ হস্তক্ষেপ করলে, একটি ছোটখাটো ঝামেলা শুরু হয় এবং ওই আপ নেতা এবং অন্য দুই জনকে আটক করা হয়। কুস্তিগীরের হেনস্থা করা হয়েছে কিনা এই সংক্রান্ত কোন মন্তব্য করতে রাজি হননি তারা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর