ঘরের মাঠে স্বপ্ন ভেঙে চুরমার, এই ৩ কারণেই গো হারান হারল মোহনবাগান

বাংলা হান্ট ডেস্ক : অকালেই স্বপ্ন ভাঙল মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে গো হারান হারল সবুজ মেরুনরা। পরপর দুই বছর আইএসএল কাপ জেতার লক্ষ্যপূরন হলনা হাবাস ব্রিগেডের। এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারলেন না দিমিত্রি পেত্রাতোসরা। তাহলে ঘরের মাঠে মোহনবাগানের হারের প্রধান তিন কারণ কী তাই আলোচনা করবো আমরা।

মোহনবাগানের হারের তিন কারণ—

১) মাঝমাঠের খেলা থেকে পিছিয়ে থাকা – ম্যাচ জেতার জন্য সবার আগে দরকার মাঝমাঠের খেলা জিতে নেওয়া। আর এখানেই বাজিমাৎ দেন মুম্বাইয়ের ফুটবলাররা। প্রায় গোটা ম্যাচেই মাঝমাঠ দখলে ছিল মুম্বাইয়ের ফুটবলারদের। এজন্য বেশি আক্রমণ করার সুযোগ পায়নি বাগান।

২) ভুল রক্ষণ : একে তো মাঝমাঠে দিশেহারা মোহনবাগান, তারপর রক্ষণেও ভুগতে হয়েছে তাদের। রক্ষণে শুভাশিস বসু সমস্যা তৈরি করেন বাগানের জন্য। সেক্ষেত্রে একাধিকবার ডিফেন্সে নামতে হয়েছে লিস্টন কোলাসো, মনবীর সিংহদের। মুম্বইয়ের প্রথম দুটি গোল আসে মোহনবাগানের রক্ষণের ভুলের কারণে। এছাড়া গোলকিপারেরও ভুল রয়েছে।

৩) আক্রমণে একা পড়ে যাওয়া : আইএসএল ফাইনাল ম্যাচে ছিলেন না আর্মান্দো সাদিকু, তাই স্বাভাবিক ভাবেই আক্রমণে একা পড়ে যান জেসন কামিংস। সেক্ষেত্রে তিনি আক্রমনের চেষ্টা করলেও একটি গোল করা ছাড়া আর অন্য কিছু করে উঠতে পারেননি। এছাড়া বেশ কিছু সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর