LIC-তে বিনিয়োগ করে থাকলে আপনার জন্য সুখবর, সংস্থার ঘোষণায় আনন্দে লাফাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করা হয়েছে এলআইসির (Life Insurance Corporation of India) পক্ষ থেকে। পূর্বের ত্রৈমাসিকেও এই কোম্পানি বেশ লাভ করেছিল। প্রায় পাঁচ গুন মুনাফা বৃদ্ধি হয়েছিল ২০২৩ এর মার্চ মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে। এবার এলআইসি বিনিয়োগকারীদের সাথে ভাগ করে নিয়েছে চতুর্থ ত্রৈমাসিকের লভ্যাংশ।

দেশের সর্ববৃহৎ বীমা কোম্পানিটি ঘোষণা করেছে তারা তাদের গ্রাহকদের ১০ টাকার ফেসভ্যালুতে প্রতি ইক্যুইটি শেয়ার পিছু ৩ টাকা ডিভিডেন্ট দেবে। এই খবর সামনে আসার পরে খুশির হাওয়া বিনিয়োগকারীদের মধ্যে। এই ডিভিডেন্ট এর টাকা সরাসরি জমা পড়বে বিনিয়োগকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

এলআইসি ২০২২ সালে সব থেকে বড় আইপিও শুরু করে। কোম্পানি আইপিওর মাধ্যমে বাজার থেকে একুশ হাজার কোটি টাকা তোলে। যদিও শেয়ার বাজারে এল আই সির পারফরম্যান্স মোটেও ভালো হয়নি। এলআইসির স্টকে গত এক বছরে বিনিয়োগকারীদের অর্থের পরিমাণ কমেছে প্রায় ৩৫ শতাংশ।

কোম্পানির চতুর্থ কোয়ার্টার এর ফলাফল সামনে আসার পর অবশ্য বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। বৃহস্পতিবার বাজার খোলার পর বৃদ্ধি পেয়েছে এল আই সির দর। এলআইসি স্টক বৃহস্পতিবার দুপুর একটার সময় শেয়ার প্রতি ৯টা টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও শেয়ারবাজারে অন্তর্ভুক্তির পর স্টকের দাম কমেছে এলআইসির।

lic scheme(1)

এর ফলে এক বছরের মধ্যে কোম্পানির বাজার মূলধন কমেছে দু লক্ষ কোটি টাকা। বিনিয়োগ থেকে রিটার্ন হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এলআইসি উপার্জন করেছে ৬৭,৮৪৬ কোটি টাকা। এই সময়ে নেট কমিশন ৫% বৃদ্ধি পেয়ে হয়েছে ৮,৪২৮ কোটি টাকা। অন্যদিকে কমেছে এলআইসির প্রিমিয়াম আয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X