বাংলাহান্ট ডেস্ক: নরেন্দ্র মোদী ও রজনীকান্তের পর এবার অক্ষয় কুমারকেও দেখা যেতে পারে বিয়ার গ্রিলসের শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’এ। সংবাদ সংস্থা ANI-এর তরফে এমনটাই জানানো হয়েছে। শোয়ের শুটিংয়ের জন্য দলবল নিয়ে মাইশোর বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন অক্ষয়।
এর আগে জানা গিয়েছিল কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এলাকায় শুটিং চলছে রজনীকান্তের বিশেষ পর্বটি। গ্রিলস ও রজনী দুজনকেই দেখা গিয়েছিল শুটিংয়ের স্থানে। এরপরেই শোনা যায়, শুটিং চলাকালীন আহত হয়েছেন সুপারস্টার রজনীকান্ত। এই বিষয়ে বিয়ার গ্রিলস বলেন, “দয়া করে চিন্তিত হবেন না। রজনীকান্ত আহত হননি। উনি খুবই সাহসী আর কখনই হার মানবেন না।” তবে অভিনেতার আহত হওয়ার খবরটা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ব্যাঘ্র প্রকল্পের প্রধান টি বালাচন্দ্র। মঙ্গলবার তিনি জানান, এই সবকিছুই মিথ্যা। আসলে একটা দৃশ্য শুট করার কথা ছিল যেখানে মাটিতে পড়ে যাবেন রজনীকান্ত। সেইমতো দড়ি দিয়ে নীচে আসার সময় তিনি শুধু লাফিয়ে নীচে নামেন ও সবাই তাঁর দিকে দৌড়ে যায়।
Karnataka: Actor Akshay Kumar arrived at Mysore, earlier today, to shoot for an episode of 'Man vs Wild' with British adventurer Bear Grylls. pic.twitter.com/P3tNrJAfqx
— ANI (@ANI) January 29, 2020
বুধবার ডিসকভারি চ্যানেলের একজন মুখপাত্রও সংবাদ মাধ্যমের কাছে জানান, সুস্থ আছেন রজনীকান্ত। শুটিংও চলছে পরিকল্পনা মতোই। সবকিছুই ঠিকঠাক চলছে শুধু গুজব ছড়ানো হচ্ছে। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোয়ের মাধ্যমেই টেলিভিশন দুনিয়ায় পা রাখলেন রজনীকান্ত। ৪৩ বছরের দীর্ঘ অভিনয় জীবনের পর এই প্রথমবার টেলিভিশন দুনিয়ায় পা রাখলেন অভিনেতা। শোতে জলসংরক্ষণ নিয়েও আলোচনা করেন তিনি।
শুধু তাই নয়, বন্দিপুরে শুটিং করার জন্য গ্রেফতারির অভিযোগও উঠেছে রজনীকান্তের ওপর। পশুপ্রেমীরা দাবি করেছেন ঐ এলাকায় এই সময়ে শ্যুটিং করা মোটেও উচিত নয়। কারন গত বছর ঠিক এই সময়েই বন্দিপুর বনাঞ্চলের একটি অংশে আগুন লাগে। যার ফলে বনাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষয়তি হয়।