বাংলাহান্ট ডেস্ক: সিনেমা থেকে সংষ্কৃতি সবদিক দিয়েই দেশবাসীর মন জয় করছে দক্ষিণ ভারত (South Film Industry)। তামিল, তেলুগু, কন্নড় ছবির এত ভাল সময় বিগত বেশ কয়েক বছরে আসেনি। এতদিন ভারতীয় চলচ্চিত্রে মুখ হিসাবে বিবেচিত হত হিন্দি সিনে ইন্ডাস্ট্রিই। একটি দুটি দক্ষিণী ছবি নজর কাড়লেও এমন কদর ছিল না কোনোকালেই। কিন্তু গত চার পাঁচ বছরে বলিউডকে ছাপিয়ে যাওয়ার জো করেছে দক্ষিণ ভারত। আর এই সময় বদলের হাওয়ায় অন্যতম অগ্রণী ভূমিকা রয়েছে ‘আর আর আর’ (RRR)।
‘বাহুবলী’ যে উলট পুরাণ শুরু করেছিল সেটাকেই আরো বড় মাপে তুলে ধরেছে এস এস রাজামৌলির ‘আর আর আর’। এই ছবির আগে দক্ষিণ ভারত থেকে রাম চরণ ও জুনিয়র এনটিআরের (Jr Ntr) অনুরাগীদের নিয়ে এসে প্রচার করা হয়েছে উত্তরে। ছবির সাফল্যের পরেই বদলে গিয়েছে দৃশ্যটা। এখন বলিউডের তাবড় পরিচালক প্রযোজক দুই তারকার সঙ্গে আলাপ করতে ব্যস্ত।
অভিনয়ের পাশাপাশি নম্র আচরণ এবং সংষ্কৃতির প্রতি নিষ্ঠা দেখিয়েও মন জয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। ছবি মুক্তির পরপরই ‘আয়াপ্পা দীক্ষা’ রীতি পালন শুরু করেছিলেন চরণ। প্রতি বছর শবরিমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে যান তিনি। তার আগে কঠোর নিয়ম মেনে চলেন অভিনেতা। মুম্বইয়ে ছবির সাফল্যের পার্টিতেও কালো পোশাক পরে খালি পায়ে এসেছিলেন চরণ।
এবার সেই পথেরই শরিক হলেন পর্দার ভীম ওরফে জুনিয়র এনটিআর। ‘হনুমান দীক্ষা’ রীতি পালন শুরু করেছেন তিনি। এর জন্য টানা ২১ দিন ধরে তিনি খালি পায়ে থাকার প্রতিজ্ঞা করেছেন। গেরুয়া বস্ত্র পরিহিত জুনিয়র এনটিআরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি হনুমান জয়ন্তীতে মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন অভিনেতা। এই কদিন আমিষ ছেড়ে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খাবেন তিনি।
https://www.instagram.com/p/CcaeKJ0qn2r/?igshid=YmMyMTA2M2Y=
রাম চরণের মতো জুনিয়র এনটিআরের এই উদ্যোগও প্রশংসিত হয়েছে। অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও নিজেদের ধর্মীয় রীতি নীতি, সংষ্কৃতি ভোলেননি দক্ষিণী তারকারা। এর জন্য ভূয়সী প্রশংসা করছেন নেটনাগরিকরা। একই সঙ্গে বলিউড তারকারাও পরামর্শ পেয়েছেন দক্ষিণ ইন্ডাস্ট্রির তারকাদের থেকে শিক্ষা নেওয়ার।