বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগে ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে উন্মাদনা সৃষ্টি করার কোনো কসুর বাকি রাখছেন না নির্মাতারা। অতীতে এবং সাম্প্রতিক সময়ে এই ছবিকে ঘিরে সৃষ্টি হওয়া কোনো রকম বিতর্ক ভোলাতে নিত্য নতুন উদ্যোগ নিচ্ছেন পরিচালক প্রযোজকরা। তাদের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেতারাও। শুধু বলিউড না, দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে এগিয়ে এসেছেন রাম চরণ-ও (Ram Charan)।
আর হাতে গোনা কয়েক দিনের মাত্র অপেক্ষা। তারপরেই দেশজুড়ে মুক্তি পাবে আদিপুরুষ। রামায়ণ মহাকাব্য অবলম্বনে রাঘব, জানকী, লঙ্কেশের মহাগাথা নিয়ে আসছে এই ছবি। বিগত বেশ কয়েকদিন ধরে দর্শকদের উদ্দেশে নিত্যনতুন ঘোষণা করে চলেছেন আদিপুরুষ নির্মাতারা। প্রকাশ্যে আসছে বিবিধ সব খবর।
কিছুদিন আগে শোনা গিয়েছিল, দুঃস্থ শিশুদের বিনামূল্যে আদিপুরুষ দেখাতে ১০ হাজারটি টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। তাঁর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন নেটিজেনরা। এবার ঋষি পুত্রের দেখানো পথেই হাঁটলেন রাম চরণ। একই রকম সিদ্ধান্ত নিয়েছেন তিনিও।
রণবীরের মতো আদিপুরুষ এর ১০ হাজারটি টিকিট কিনতে চলেছেন রাম চরণ। এই টিকিটগুলি সম্পূর্ণ বিনামূল্যে দুঃস্থ শিশু এবং নিজের কিছু অনুগামীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘আর আর আর’ অভিনেতার এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করছেন আমজনতা।
একা রণবীর বা রাম চরণ না, দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রযোজক অভিষেক আগরওয়ালও খানিকটা একই রকম উদ্যোগ নিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, তাঁর টিমের তরফ থেকে আদিপুরুষ ছবির ১০ হাজারটি টিকিট তেলেঙ্গানার বিভিন্ন সরকারি স্কুল, অনাথাশ্রম, বৃদ্ধাশ্রমগুলিতে বিনামূল্যে বিতরণ করা হবে। যাতে সকলেই ছবিটি বিনামূল্যে দেখতে পারে।
প্রসঙ্গত, আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। ছবির ফাইনাল ট্রেলারটি বেশ সাড়া ফেলেছে বক্স অফিসে। যে পর্যায়ে উন্মাদনা তৈরি হয়েছে, ছবি মুক্তি পাওয়ার পর উন্মাদনা কতটা বজায় থাকে সেটাই দেখার অপেক্ষা।