শুক্রবার হাজিরা এড়ালেন রণবীর! এবার বেটিং অ্যাপ কাণ্ডে শ্রদ্ধাকে তলব ইডির

বাংলা হান্ট ডেস্ক : টলিউড থেকে বলিউড__একে একে সব জায়গাতেই ঢুকে পড়েছে দুর্নীতি। একাধিক তারকার নাম উঠে আসছে ইডির তালিকায়। বাংলা ইন্ডাস্ট্রির কথা বললে, কিছুদিন আগেই নুসরত জাহান সহ একাধিক নায়িকাকে সমন পাঠিয়েছিল ইডি (ED)। ইতিমধ্যেই সমন পৌঁছে গেছে ঋষি পুত্র রণবীর কাপুর (Ranbir Kapoor) বাড়িতে। আর এবার খবর ইডি-র নজরে নাকি শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)।

এমনিতে শ্রদ্ধা বেশ শান্ত শিষ্ট এবং মিষ্টি মেয়ে বলেই পরিচিত। ইডির নজরে তার নাম থাকাটা বেশ অস্বাভাবিকই লাগছে ভক্তদের কাছে‌। আজ, শুক্রবারই তার হাজিরা দেওয়ার কথা। শ্রদ্ধা ছাড়াও গতকাল কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বলা হচ্ছে এরা প্রত্যেকেই মহাদেব বেটিং অ্যাপ চক্রের সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, মহাদেব অনলাইন বেটিং চক্রে নাম জড়িয়েছে একাধিক বলিউড তারকার। এই বছরই আরব আমিরশাহিতে গাঁটছড়া বেঁধেছেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। আর সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় তারকা। সশরীরে উপস্থিতও ছিলেন কেউ কেউ। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি মহাদেব অ্যাপের সাকসেস পার্টিও রেখেছিলেন সৌরভ।

আরও পড়ুন : TRP তলানিতে! ‘তুমি আশেপাশে থাকলে’ আসতেই রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল

ঐদিনও উপস্থিত ছিলেন বলিউডের বহু নামজাদা তারকা। আর এই কারণেই একটার পর একটা সেলেবের নাম উঠে এসেছে ইডির খাতায়। জানা যাচ্ছে, তারকাদের সাথে মহাদেব অ্যাপের প্রচারকের সম্পর্কের সমীকরণ ঠিক কী, সেটাই জানতে চান অফিসাররা। এরইসাথে তারা এটাও জানতে চান যে, এই গড়পেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিলেন কি না!

আরও পড়ুন : পুজোর আগেই স্লিম ফিট চেহারা! ঝটপট বানিয়ে ফেলুন তেল ছাড়া এই রেসিপি, আঙুল চাটতে থাকবেন

collage maker 06 oct 2023 07 57 am 4431

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই মহাদেব বেটিং চক্র পুলিশের নজরে আসে। কলকাতা সহ তিনটি শহরে তল্লাশি চালিয়ে ইডি ৪১৭ কোটি টাকা উদ্ধার করে। এই বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল দুবাইতে বসে গোটা বিষয়টি তদারকি করত। যারা এই অ্যাপে রেজিস্টার করতেন তাদের টাকা পৌঁছে দিত একটি বেনামি অ্যাকাউন্টে। সেখান থেকেই উঠে আসে এই বলি সেলেবদের নাম। এখনও পর্যন্ত প্রায় ১৭ জন তারকার নাম উঠে এসেছে ইডির খাতায়।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর