অবসর গ্রহণের পরই নিজেকে উপহার দিলেন মাহি, দেখুন মাহির নতুন উপহার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে সমাপ্তি ঘটল ভারতীয় ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের! আর কোনদিন নীল জার্সি গায়ে দেখা যাবেনা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল খেলা চালিয়ে যাবেন ধোনি।

মনে করা হচ্ছে অবসর গ্রহণের পর ধোনি তার দীর্ঘদিনের সফল আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার উদযাপনের আনন্দের মধ্যে রয়েছেন। কারণ ধোনির অবসর গ্রহণের পরই তার গ্যারেজে ঠাঁই পেয়েছে এক নতুন গাড়ি। ধোনির নতুন গাড়ির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।

স্বাধীনতা দিবসের দিনে যখন ধোনি চেন্নাই পৌঁছে গিয়েছেন সেই সময় ধোনির বাড়িতে এসেছে গাঢ় লাল রংয়ের ডুয়াল রেসিং টাইপের এই গাড়ি। 1970 দশকের আমেরিকার এই গাড়িটি ভারতবর্ষে খুবই বিরল। তবে ধোনির আনা এই গাড়িটি 1971 থেকে 1973 সালের মডেলের মনে হচ্ছে। দুই দরজা বিশিষ্ট এই মাসল গাড়িটির দাম ভারতে 60 লক্ষেরও বেশি।

সম্পর্কিত খবর

X