তুরিনে ফিরেই সপরিবারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

জেট জটলা কাটিয়ে অবশেষে পরিবার নিয়ে সোমবার রাতেই তুরিনে পৌঁছালো বর্তমান ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালি সরকারের নিয়ম অনুযায়ী অন্য কোন দেশ থেকে যদি কোন ব্যক্তি ইতালিতে প্রবেশ করেন তাহলে তাকে প্রথমে 14 দিন কোয়ারেন্টটাইনে থাকতে হবে। আর সেই নিয়ম অনুযায়ী রোনাল্ডো এবং তার পরিবারের সকলকে 14 দিন কোয়ারেন্টটাইনে থাকতে হবে। আর তাই পর্তুগাল থেকে ইতালিতে যাওয়ার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল।

আসলে প্রথমে স্পেনে আটকে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাইভেট জেট G650 Gulfstream। সোমবার সমস্যা মিটে যাওয়ার পরে স্পেন থেকে মাদুরাই হয়ে স্থানীয় সময় রাত দশটা কুড়ি মিনিট নাগাদ তুরিনে পৌঁছায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলাসবহুল জেট।

706044273b460973fa8f6410a1a4c3a2091b1d5242d2cadd2fcce33f29d009f24ef9317f

ইতালিতে করোনা আক্রমণ শুরু হওয়ার পরেই ইতালি ছেড়ে নিজের জন্ম শহর পর্তুগালের মাদুরাইতে ফিরে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজেকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখার জন্য বাড়িতেই বিভিন্নভাবে ট্রেনিং শুরু করেন রোনাল্ডো। অবশেষে ইতালির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে সিরি এ দলগুলিকে অনুশীলন করার অনুমতি দিয়েছে ইতালি সরকার। আর সেই কারণেই জুভেন্টাস তাদের প্রত্যেক ফুটবলারকে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে। আর তাই জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতালিতে ফিরে এলেন। তবে জুভেন্টাস কবে থেকে অনুশীলন শুরু করবে সেই ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর