RG Kar কাণ্ডের মাঝেই ‘আনন্দী’-তে চিকিৎসক হচ্ছেন ঋত্বিক! প্রভাব পড়বে TRP-তে?

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলার নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) হাত ধরেই আবার ফিরছেন পুরনো জুটি। জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-এর পর আরও একবার ফিরছেন দর্শকদের প্রিয় উর্মি-সাত্যকি জুটি। ইতিমধ্যেই আসন্ন মেগা আনন্দীর  প্রোমো দেখে ফেলেছেন দর্শক। যা ইতিমধ্যেই ভালো রকম সাড়া পেতে শুরু করেছে।

RG Kar কাণ্ডের মাঝেই বাংলা সিরিয়ালে (Bengali Serial) চিকিৎসক ঋত্বিক

উর্মি-সত্যকির পুরনো জুটিকে নতুন রূপে ফিরে পেয়ে পুরনো স্মৃতিতে ডুব দিয়েছিলেন দর্শক। স্বাভাবিকভাবেই ঋত্বিক-অন্বেষার এই নতুন আসন্ন মেগা (Bengali Serial) থেকে দর্শকদের এক্সপেক্টেশন-ও অনেক বেশি। নতুন সিরিয়ালে (Bengali Serial) ঋত্বিক অভিনয় করছেন আদি চরিত্রে আর অন্বেষাকে দেখা যাবে আনন্দির ভূমিকায়।  এখন দেখার  উর্মি-সত্যকির পর আগামী দিনে দর্শকদের কাছে আনন্দি এবং আদি হিসাবে তাদের জুটি কতটা জনপ্রিয়তা পায়? তার উত্তর অবশ্য সময়ই  দেবে।

অনেকদিন পর আবার অন্বেষার সাথে কামব্যাক করার পর ঋত্বিক বলেছেন, ‘আমাদের জুটির স্মৃতি এখনও দর্শক মনে রয়ে গিয়েছে। এখনও আমাদের নিয়ে সমাজমাধ্যমে লেখালিখি হয়। পুরনো ধারাবাহিকের দৃশ্য নিয়ে রিল তৈরি হয়। ভাল লাগে।’ শুধু তাই নয় নতুন সিরিয়ালে অভিনেত্রী হিসাবে অনন্বেষাকে দেখে ঋত্বিক বলেছেন, ‘ও আমার খুব ভাল বন্ধু। বড় হয়েছে। আগের থেকে অনেকটাই পরিণত হয়েছে। আর পুরনো রসায়ন রয়েছে বলেই শুটিংয়েও আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না।’

আরও পড়ুন : ‘গাড়িতে উঠলে রক্ষা নেই’, সবার সামনে প্রসেনজিৎকে নিয়ে এ কি বললেন রচনা?

প্রসঙ্গত অভিনয় জীবনের শুরুতে একেবারে প্রথম ধারাবাহিক ‘কাদম্বিনী ‘তে ঋত্বিক অভিনয় করেছিলেন একজন চিকিৎসক ছাত্রের ভূমিকায়। আর আনন্দির  প্রমোতে দেখা গেল তিনিই চিকিৎসক। অভিনেতার কথায়, ‘আগে চিকিৎসক ছাত্র ছিলাম। এ বার চিকিৎসক হয়ে গেলাম।’ তবে এখন আরজিকরের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে উত্তাল রাজ্য। চর্চায় রয়েছেন রাজ্যের চিকিৎসকরা।

তাই এদিন অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল এই সময় দাঁড়িয়ে তিনি কটাক্ষের ভয় পাচ্ছেন কিনা? জবাবে তিনি পরিষ্কর জানিয়েছেন, ‘আমার একদমই সে রকম মনে হচ্ছে না। কারণ এখনও অসুস্থ হলে তো মানুষ ডাক্তারের কাছেই যাচ্ছেন। তা ছাড়া, গল্প অনুযায়ী আমি তো বারুইপুরের একটি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। আরজি করের সঙ্গেও তো আমাদের গল্পের কোনও মিল নেই।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর