‘আমার মধ্যে …’, রামায়ণে সীতা হচ্ছেন কাঁচা বাদাম গার্ল! বড় পর্দায় অভিষেক নিয়ে মুখ খুললেন অঞ্জলি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার চর্চায় ‘কাঁচা বাদাম’ গার্ল অঞ্জলী আরোরা (Anjali Arora)। একটা সময় বাদাম কাকুর কাঁচা বাদাম (Kancha Badam) গানে কোমর দুলিয়েই ভাইরাল হয়েছিলেন তিনি। একটা সময় তো MMS কাণ্ডেও জড়িয়েছিল অঞ্জলীর নাম। আর এবার ফের একবার সংবাদ শিরোনামে কাঁচা বাদাম গার্ল অঞ্জলী। শোনা যাচ্ছে, এবার এই ভাইরাল গার্ল অভিনয় করবেন ‘মা সীতা’র (Sita) ভূমিকায়‌। নাহ্, কোনও গুজব নয়, একেবারেই সত্যি।

কিছুদিন আগেই সামনে এসেছে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’র খুঁটিনাটি। জানা গেছে নীতিশ তিওয়ারি পরিচালিত সেই ছবিতে অভিনয় করবেন রণবীর কাপুর এবং সাই পল্লবী (Sai Pallavi)। আর এবার শোনা যাচ্ছে, সাই পল্লবীর পাশাপাশি পর্দায় সীতা সাজবেন অঞ্জলী আরোরা। সূত্রের খবর, অভিষেক সিংয়ের পরিচালনায় ‘শ্রী রামায়ণ কথা’য় অভিনয় করবেন তিনি।

বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই মুখ খুলেছেন অঞ্জলী নিজেও। এইদিন এক সাক্ষাৎকারে ভাইরাল গার্ল বলেন, ‘সীতার ভূমিকায় আমায় চিত্রিত করা হবে জেনে নিজেকে ধন্য মনে হচ্ছে। দেবী সীতার চরিত্র এতই পবিত্র যে কেউই এমন প্রস্তাব পেলে লুফে নেবেন। তবে পরিচালক কেন আমাকে বেছে নিয়েছেন তা নিয়ে আমি নিজেও কৌতূহলী। আমি তাকে একথা জিজ্ঞেসও করেছি। পরিচালক আমায় বলেন, তিনি আমার সঙ্গে আরও কয়েকজন অভিনেত্রীকে শর্টলিস্ট করেছিলেন। শেষপর্যন্ত আমাকে বেছে নেন।’

অঞ্জলীর বিশ্বাস, তার মধ্যে নিশ্চয় এমন কিছু আছে যা দেখে মেকার্সদের মনে হয়েছে যে তিনি এমন গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করতে পারবেন। ইতিমধ্যেই এই চরিত্র নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন তিনি। করছেন নানা ওয়ার্কশপও। অঞ্জলীর কথায়, ‘চরিত্রের প্রতি সুবিচার করার জন্য আমি নিজের সেরাটা দেব’।

একদিকে সাই পল্লবীর মত একজন শীর্ষস্থানীয়া অভিনেত্রী অন্যদিকে অঞ্জলী আরোরার মত একজন নবাগত।‌ দুজনেই অভিনয় করছেন একই চরিত্রে। তাই স্বাভাবিকভাবেই তুলনা তো হবেই। এই প্রসঙ্গে অঞ্জলীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি সেটা জানি যে তুলনা হবেই। কে না এই তুলনা নিয়ে ভয় পান! তবে আমাকে যদি কোনও বলি অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হয়, তাতে আমি খুশিই হব।’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X