বাংলাহান্ট ডেস্ক : কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় উঠে এসেছেন সলমন খান (Salman Khan)। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর থেকে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন তিনি। এমনকি সলমনের উপরে একাধিক বার প্রাণঘাতী হামলার চেষ্টাও করা হয়েছে। তবে বরাত জোরে তিনি বেঁচে গিয়েছেন প্রতিবার। তবে নিরাপত্তা ব্যবস্থাও তারপর থেকে জোরদার করেছেন সলমন (Salman Khan)। আর এবার ফের হুমকি বার্তা এল বলিউডে। তবে সলমন নন, এবার হুমকি পেলেন আরেক জনপ্রিয় অভিনেতা।
সলমনের (Salman Khan) পর হুমকি পেলেন এই অভিনেতা
তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানেই অভিনব জানান, অঙ্কুশ গুপ্তা নামে এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক বলে দাবি করে ওই ব্যক্তি বলেছেন, অভিনবের বাড়ির ঠিকানা রয়েছে তাঁর কাছে। সলমনের (Salman Khan) বাড়িতে যেমন গুলি চলেছিল, তাঁর বাড়িতেও তেমন চলবে।
কী ঘটেছে ঘটনাটি: অভিনব আরো লেখেন, তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি সম্ভবত চণ্ডীগড় বা মোহালির বাসিন্দা বলে উল্লেখ করে তিনি দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। জানা যাচ্ছে, নিজেকে আসিম রিয়াজের অনুরাগী বলে দাবি করেছেন ওই ব্যক্তি। শুধু অভিনব নন, ওই ব্যক্তি তাঁর স্ত্রী রুবিনাকেও হুমকি দিয়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু হঠাৎ এমন হুমকির কারণ কী?
আরো পড়ুন : ‘যারা বলছিল বাংলায় কিছু হচ্ছে না…’, শালবনি থেকে শিল্প নিয়ে ‘দিদি’কে প্রশংসায় ভরালেন দেব
কেন এই হুমকি: ঘটনার সূত্রপাত ‘ব্যাটেলগ্রাউন্ড’ নামে একটি রিয়েলিটি শোতে। শোনা যাচ্ছে, ওই শোতে নাকি রুবিনার সঙ্গে অভদ্র আচরণ করেন রিয়াজ। পালটা প্রতিবাদ করেন অভিনব এবং রুবিনা। তারপরেই নাকি শো থেকে বাদ পড়েন রিয়াজ। তারপর থেকেই নাকি হুমকির সূত্রপাত। অভিনব রুবিনা সহ তাঁদের পুরো পরিবারই নাকি হুমকি পাচ্ছেন।
আরো পড়ুন : ‘এই চেয়ারম্যানকে টেনে নামাব সিংহাসন থেকে’, SSC ভবনের সামনে তুমুল বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি হুমকি বার্তা এসেছিল সলমনের নামে। মুম্বই পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। জানা যাচ্ছে, সেখানে লেখা ছিল, বাড়িতে ঢুকে খুন করা হবে সলমন খানকে (Salman Khan) এবং তাঁর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। তদন্তে নেমেই সামনে আসে আসল কাণ্ড। কোনো গ্যাংস্টার নয়, বরং বিষ্ণোইয়ের স্টাইলে হুমকি বার্তাটি পাঠানো হয়েছিল গুজরাট থেকে। প্রেরণকারী মায়াঙ্ক পাণ্ডিয়া, একজন ২৬ বছরের যুবক। পুলিশকে সে জানায়, বিষ্ণোই যেভাবে সলমনকে (Salman Khan) হুমকি দেয়, সেই পদ্ধতিটাই অবলম্বন করেছিল সে। উদ্দেশ্য একটাই, ভাইরাল হয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো!