বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালির পর এবার উত্তপ্ত হয়ে উঠল হাওড়া (Howrah)। গত শনিবারই এক দফা বিক্ষোভ দেখিয়েছিল পাঁচলার স্থানীয় বাসিন্দারা। ডোবা, পুকুর, দিঘিতে মাটি ফেলে ভরাট করার অভিযোগে সরব হয়েছিল আমি জনতা। আর এবার ফের এক দফায় উত্তপ্ত হয়ে উঠল পাঁচলার (Panchla) পরিস্থিতি। রবিবারের বারবেলায় বিক্ষোভকারীদের উপর হামলা অভিযোগে ফের একবার বিক্ষোভ দেখাতে শুরু করেছে পাঁচলার বাসিন্দারা।
সূত্রের খবর, এইদিন নাকি এলাকার মহিলাদের উপরেও চড়াও হয়েছিল দুস্কৃতিরা। তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর পাঁচলা থানায় লিখিত অভিযোগ জানানো হলে পুলিশ এবং র্্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক রঙ লেগেছে। এলাকাবাসীর অভিযোগ, এই গোটা ঘটনাটি ঘটেছে এলাকার উপপ্রধান খলিল আহমদের অঙ্গুলিলেহনে। তার দলবলই এইদিন বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনাপ্রসঙ্গে জানা যাচ্ছে, পাঁচলার বাসিন্দাদের অভিযোগ, রানিহাটি মল্লিকবাগান, সামন্তী, ধুনকি, জলা বিশ্বনাথপুর, জয়নগর গঙ্গাধরপুর জুজারসাহার মতো আমতার বিভিন্ন এলাকার জলাশয়ে ছাই, মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজকর্ম চলতে থাকায় গত শনিবার এর বিরুদ্ধে ঝাঁটা, লাঠি হাতে রুখে দাঁড়ায় স্থানীয়রা।
আরও পড়ুন : যোগীরাজ্যেও অথৈ জলে জোট! SP ছাড়লেন তিন দাপুটে নেতা, কংগ্রেসকে হুঁশিয়ারি অখিলেশের
আর এবার তার জেরেই বিক্ষোভকারীদের উপর চড়াও হল দুস্কৃতিরা। স্থানীয়রা জানিয়েছেন, এই গোটা ঘটনার পেছনে তৃণমূলের মদত রয়েছে। স্থানীয় নেতাদের উস্কনিতেই এইসব কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ তাদের। স্থানীয়রা আরও জানাচ্ছেন, এলাকার খাল, পুকুর, দিঘি থেকে মাছ ধরে বিক্রি করাই তাদের জীবিকা। এইসব দিঘি, পুকুর থেকেই পেট চলে তাদের।
আরও পড়ুন : ফের বড়সড় ধাক্কা খেল I.N.D.I.A! জোট ছেড়ে বিজেপিতে তিন দাপুটে নেতা, ঘুরে গেল খেলা
গৃহস্থালির কাজও হয় এইসব দিঘি, পুকুরের জল দিয়েই। এই প্রসঙ্গে পাঁচলার ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লার বলেন, ‘এই দিঘি ভরাটই নয় একের পর এক জমি দখল করে নিচ্ছে দালালরা। এখানে শাসক দলের একাংশের যোগসাজশ রয়েছে।’ যদিও এই অভিযোগ মানতে নারাজ পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক। তিনি বলেন, ‘এই ধরনের দখলদারির কাজ তৃণমূল করে না। এখনকার জমি যে সংস্থা নিয়েছে সেখানে তারা কী করবে সেটা তাদের ব্যাপার। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’