বাংলাহান্ট ডেস্ক: এক বছর আগে মুক্তি পেয়েছিল KGF। যশ অভিনীত এই ছবি মুক্তি পাওয়া মাত্রই মন জয় করে নিয়েছিল সবার। ছবি সমালোচক থেকে সিনেপ্রেমী সবাই প্রশংসা করেছেন এই ছবির। বিশেষত চিত্রনাট্য ও যশের অভিনয়ের। তখন থেকেই এই ছবির সিকুয়েলের অপেক্ষায় ছিল সিনেপ্রেমীরা। অবশেষে প্রকাশ্যে আসে ছবির ট্রেলার ও প্রথম লুক।
জানা গিয়েছিল, এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ছবির পোস্টারেও দেখা গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে এল আরও এক চমক।
সঞ্জয় দত্তের পাশাপাশি আরও এক বলিউড অভিনেত্রীকে দেখা যাবে জনপ্রিয় এই ছবির সিকুয়েলে। তিনি আর কেউ নন, স্বয়ং রবীনা ট্যান্ডন। সম্প্রতি ছবির পরিচালকের সঙ্গে রবীনার একটি ছবি প্রকাশ্য এসেছে। আর তার থেকেই নিশ্চিত হয়েছে এই খবর।
https://www.instagram.com/p/B8X1pq-Hb3j/?utm_source=ig_web_copy_link
আরও জানা গিয়েছে, ছবির ৭০ শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাকি কাজটাও খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হচ্ছে। তবে এখনও ছবির মুক্তির তারিখ সম্পর্কে কিছু জানায়নি ছবির নির্মাতারা। ঠিক ছিল ২০২০-র গ্রীষ্মেই মুক্তি পাবে কেজিএফের সিকুয়েল। কিন্তু সিনেপ্রেমীদের হতাশ করে পিছিয়ে যায় ছবির মুক্তি।ছবি মুক্তির তারিখ পেছোনোর কারন হিসাবে নির্মাতারা জানিয়েছেন, প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। তাঁরা প্রথমে ভেবেছিলেন গ্রীষ্মের মধ্যেই শেষ হয়ে যাবে প্রোডাকশনের কাজ। কিন্তু এখন দেখা গিয়েছে তা এখনও হয়নি। তাই তাড়াহুড়ো না করে ধীরেসুস্থেই এই ছবির মুক্তির কথা চিন্তা করছেন নির্মাতারা।
ছবির নির্মাতারা বলছেন, চলতি বছরের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্টে মুক্তি পাবে কেজিএফ চ্যাপ্টার টু। প্রথমে ঠিক ছিল ৮ জানুয়ারি যশের জন্মদিনে মুক্তি পাবে এই ছবি। কিন্তু অভিনেতা নিজেই জানান, এই ছবি ব্লকবাস্টার হবে বলে তাঁর বিশ্বাস। তাই তাড়াহুড়ো করে রিলিজ করে ছবিটা নষ্ট করতে চান না কেউই।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার