বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলের জায়গা হয়েছে অনেকে এমন ক্রিকেটারের জায়গা হয়েছে যারা আগে টেস্ট ফরম্যাটে সুযোগ পাননি কোনওদিনই। সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করা ঈশান কিষান ও সূর্যকুমার যাদব এবার টেস্ট স্কোয়াটে সুযোগ পেয়েছেন।
কিন্তু গত তিন বছর ধরে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করা তরুণ ক্রিকেটের সরফরাজ খান এবারও ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পাননি। নির্বাচকদের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন মুম্বাইয়ের এই তরুণ ক্রিকেটার। সরাসরি না হলেও বিভিন্ন তাৎপর্যপূর্ণ পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের সেই হতাশাকে প্রকাশ করেছেন তিনি।
কিছুদিন আগে ঠিক এমনটাই করেছিলেন তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ। সৈয়দ মোস্তাক আলী বিজয় হাজারে এবং রঞ্জি ট্রফি, তিন ফরম্যাটেই ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ছন্দে থাকা সত্ত্বেও ভারতীয় দলে সুযোগ হচ্ছিল না তার। সোশ্যাল মিডিয়ায় নিজের হতাশা প্রকাশ করেছিলেন পৃথ্বী। নিজের দুর্দান্ত পারফরম্যান্সও অব্যাহত রেখে গিয়েছিলেন। অবশেষে টি-টোয়েন্টি স্কোয়াডে তার সুযোগ হয়েছে।
সরফরাজও জানিয়েছেন যে তিনি ভেঙে পড়বেন না। তিনি পরিশ্রম করে যাবেন। শুধুমাত্র মুখে এমন কথা বলেছেন, এমনটা নয়। ভারতের টেস্ট স্কোয়াড ঘোষিত হওয়ার পরেই রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে এই মরশুমে নিজের তৃতীয় শতরান করে সকলকে জবাব দিয়েছেন তিনি। মাত্র ৩৭ টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ১৩ টি শত রান করে ফেলেছেন সরফরাজ। গত তিন বছর ধরে একাধিকবার অর্ধশতরান, শতরান, দ্বিশতরান এমনকি একটি ত্রিশতরানও পেয়েছেন সরফরাজ। তাও এখনো অবধি তাকে ভারতীয় দলের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হয়নি।
হতাশ হয়েও কিভাবে এই সাম্প্রতিক শতরানটি করলেন সরফরাজ। এর জন্য পুরো কৃতিত্ব নিজের পিতাকে দিয়েছেন মুম্বাইয়ের ক্রিকেটার। তিনি বলেছেন, “ছোটবেলা থেকেই আমি কোন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে বাবা আমাকে পরামর্শ দিয়ে ঠিক রাখার চেষ্টা করতো। এক্ষেত্রেও তিনি আমাকে বলেছেন যে আমাদের কাজ হল রান করে যাওয়া, অন্য কিছু আমাদের হাতে নেই। আমি শুধু সেটাই করে গিয়েছি।”