টিভিতে ছেলের সাফল্য দেখে কেঁদে ফেললেন কাশ্মীরি গতি তারকা উমরানের সবজি বিক্রেতা বাবা

বাংলা হান্ট ডেস্কঃ মাত্র কয়েকদিনে অনেককেই জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে আইপিএল। এই তালিকায় জসপ্রীত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন, টি নটরাজন থেকে শুরু করে নাম নেওয়া যায় অনেকেরই। এবার আইপিএলের নবতম সংযোজন কাশ্মীরের উমরান মালিক। নিজের অভিষেক ম্যাচেই পরপর পাঁচটি রেকর্ড করে এই গতি তারকা এখন সংবাদ শিরোনামে। অনেকেই তাঁকে ডাকতে শুরু করেছেন ভারতের শোয়েব আকতার বলে। নিজের অভিষেক ম্যাচের তৃতীয় বলটাই এই গতি তারকা করেছিলেন ১৫০+ গতিবেগে। যা রীতিমতো চমকে দিয়েছিল সকলকে।

সাথে সাথে প্রথম ভারতীয় পেস স্টার হিসেবে তালিকার শীর্ষে নাম তুলেছেন উমরান। দ্রুততম ভারতীয় জোরে বোলার হিসেবে এই রেকর্ড করেছিলেন তিনি। গতকাল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের প্রথম উইকেটও পেয়ে গিয়েছেন উমরান মালিক। বুধবার ম্যাচের সপ্তম ওভারে তিনি শিকার করেন ব্যাঙ্গালোরের ডাকসাইটে ব্যাটসম্যান শ্রীকর ভরতকে। একইসঙ্গে বেশ কৃপণ বোলিংও করেছেন উমরান। ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ২১ রান।

লড়াইটা কিন্তু মোটেই সহজ ছিল না পাহাড়ি উপত্যাকার এই জোরে বোলারের জন্য। উমরানের বাবা একজন সাধারণ কৃষক। মাঠের সবজি বাজারে বিক্রি করেই দিন গুজরান করেন তিনি। আজ ছেলের এই সাফল্য দেখে তাই কেঁদে ফেললেন বাবাও। চোখের জল নিয়ে বাবা আব্দুল মালিক বলেন , “আমার ছেলে তিন বছর বয়স থেকে বল হাতে তুলে নিয়েছে। দিনরাত্রি অনুশীলন করে গেছে। তাকে টিভির পর্দায় দেখে সত্যি আনন্দের শেষ নেই আমার। আজ এটা আমার চোখের আনন্দের অশ্রু। ছেলেবেলা থেকেই সর্বদা এটাই চাইতো। বড় হয়ে ক্রিকেটকে নিজের ধ্যান জ্ঞান তৈরি করবে। যেদিন সানরাইজ হায়দ্রাবাদ শিবির অকশনে ওকে নিজেদের দলে জায়গা করেছিল সেদিন আমার আনন্দের সীমা ছিল না। আর আজ তাকে খেলতে দেখে অশ্রু ধরে রাখতে পারলাম না।”

অনেকেই বলছেন আগামী দিনে গতিদানব হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উমরানের মধ্যে। যদিও এবারের মত প্লে-অফে পৌঁছানোর আশা শেষ হয়ে গিয়েছে হায়দ্রাবাদের, তবে ভারতকে তারা নিয়েছেন এক বড় উপহার। জানিয়ে রাখি, এর আগেও ভারতকে একাধিক ভাবি তারকা উপহার দিয়েছে হায়দ্রাবাদ। যাদের অনেকেই এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য। এর মধ্যে অবশ্যই সামনে উঠে আসে টি নটরাজনের নাম। এমনকি কাশ্মীরিদের ক্রিকেটের সুযোগ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে হায়দ্রাবাদ। এর আগেও কাশ্মীরি তারকা আব্দুল সামাদ খেলেছেন এই দলের হয়েই। এখনও তিনি দলের নির্ভরযোগ্য একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। আগামী দিনে নিজের জায়গা এভাবেই দলে পাকা পোক্ত করে নেবেন উমরান এটাই এখন আশা সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর