ED পেটানোর মূল চক্রী! শাহজাহানের পর গ্রেফতার ভাই আলমগীর, CBI এর হাতে নয়া তথ্য

বাংলা হান্ট ডেস্ক : শাহজাহান শেখ (Shahjahan Sheikh) গ্রেফতার হতেই তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য। আর এবার গ্রেফতার হলেন তার ভাই আলমগীর শেখও (Alamgir Sheikh)। সূত্রের খবর, সন্দেশখালিতে ইডি পেটানোর ঘটনায় আলমগীর শেখ সহ আরও দু’জন ব্যক্তিকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইদিন সেখান থেকেই গ্রেফতার করা হয় তাদের।

সিবিআই সূত্রে খবর, গত বৃহস্পতিবারই আলমগীরকে ডেকে পাঠিয়েছিল সিবিআই আধিকারিকরা। তবে সেদিন তিনি সমন অগ্রাহ্য করেন। বদলে তিনি হাজিরা দেন শনিবার। এইদিন আলমগীরের সাথে মাফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লা নামক আরও দুই ব্যক্তি হাজিরা দেন নিজাম প্যালেসে। জেরা শেষে তিনজনকেই গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, সন্দেশখালিতে ইডি হামলা কাণ্ডে শাহজাহান শেখের সাথে প্রতক্ষ্যভাবে জড়িত ছিল আলমগীর এবং তার সঙ্গীসাথিরা। লোক জড় করা থেকে শুরু করে ইডির উপর হামলা, সবেতেই ছিল তাদের প্রত্যক্ষ মদত। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে সিবিআই। আর এবার সেই তালিকায় নাম জুড়ল শাহজাহানের ভাই সহ আরও দুই ব্যক্তির। শোনা যাচ্ছে, পূর্বে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বয়ানের ভিত্তিতেই এইদিন আলমগীরকে সমন পাঠানো হয়।

আরও পড়ুন : বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু মেয়েকে! ভিডিও পোস্ট করে সরব তথাগত

সন্দেশখালির ঘটনায় গোটা দেশের সামনে মুখ পুড়েছে বাংলার। প্রথমে ইডির উপর হামলা এবং তারপর স্থানীয়দের অভিযোগের পাহাড়, সবকিছু তাজ্জব বনে গেছে আদালতও। মামলা যাতে রাজ্য পুলিশের হাতেই থাকে তার সবরকম চেষ্টা করা হলেও আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। শাহজাহানও এখন তাদের হেফাজতেই রয়েছে।

আরও পড়ুন : ‘ওষুধ তৈরীই আছে’, কেন্দ্রীয় বাহিনীকে টাইট করার হুঁশিয়ারি, বেফাঁস তৃণমূলের প্রাক্তন IPS প্রার্থী প্রসূন

1710578502 1710570785 inside

তারপর থেকেই তেড়েফুঁড়ে মাঠে নেমেছে সংস্থাটি। শাহজাহান ঘনিষ্ঠ এবং সন্দেহভাজনদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং ধরিয়ে এসেছে নোটিস। তলব গেছিল আলমগীরের বাড়িতেও। তিনি গ্রেফতার হতেই নিরাপদ সরদার বলেন, ‘এ তো সবে শুরু, সন্দেশখালির সমস্ত দ্বীপে এক এক জন করে শেখ শাহজাহান রয়েছে। তাদের গ্রেফতার না করলে সন্দেশখালির মা – বোনেরা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর