বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু মেয়েকে! ভিডিও পোস্ট করে সরব তথাগত

বাংলা হান্ট ডেস্ক : পড়শি রাষ্ট্র বাংলাদেশ (Bangladesh) হোক কি পাকিস্তান (Pakistan), দুই দেশই সংখ্যালঘুদের অস্তিত্বের সংকট নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফি বছর দুর্গাপুজোয় বাংলাদেশে প্যান্ডেল, প্রতিমা ভেঙ্গে ফেলা থেকে শুরু করে হিন্দু প্রতিবেশীর জমি দখল। জোর করে ধর্মান্তকরণের ঘটনা তো আকছার ঘটছেই। সম্প্রতি তেমনই এক মর্মান্তিক ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে সংখ্যালঘু তরুণীকে নিয়ে যাচ্ছে মুসলিম ধর্মালম্বীরা জনতা।

মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) একটি ভিডিও টুইট করেন। সেখানে দেখা যায় এক দল উন্মত্ত জনতা ঘিরে ধরে ধরেছে এক তরুণীকে। সামনেই রয়েছেন তার বাবা-মা কিন্তু ভয়ে মুখ দিয়ে কথা সরছেনা তরুণীর। তার মা চেষ্টা করেন আটকানোর, দুজনকেই পড়াশোনা করার পরামর্শও দিয়েছেন। কিন্তু নাহ, তাতেও আটকে রাখা যায়নি।

আরও পড়ুন : ‘ওষুধ তৈরীই আছে’, কেন্দ্রীয় বাহিনীকে টাইট করার হুঁশিয়ারি, বেফাঁস তৃণমূলের প্রাক্তন IPS প্রার্থী প্রসূন

তরুণীর মা অনেক চেষ্টা করছেন মেয়েকে আটকানোর। তবে নিজের মেয়েকে আটকে রাখার শেষ চেষ্টার পরও ব্যর্থ হন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে একজন, দু’জন নয়, প্রআয় ডজন খানেক মানুষ এসেছে মেয়েটিকে নিতে। তার মা বলছেন, “বাবা তোমরা পড়াশুনা কর”, কিন্তু এই আর্তনাদ তাদের কান অবধি পৌঁছায়নি।

তথাগত রায়ের এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকে জানা যাচ্ছে এই ভিডিওটি বাংলাদেশের কোটালীপাড়া উপজেলার। আর এই ভিডিওতে যে তরুণী মেয়েকে দেখা যাচ্ছে সে একটি হিন্দু মেয়ে। তাকে নিয়ে যাওযার জন্য যারা এসেছে তাদের ধর্মীয় পরিচয়, তারা মুসলিম। ভিডিওর শেষে দেখা যাচ্ছে মায়ের আর্তনাদ, তাকে বলতে শোনা যাচ্ছে, “মা, জাইসনা রে, জাইসনা”। কিন্তু মায়ের সেই করুন আর্তনাদ শোনার মত থাকেনি কেউ।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর