বাংলা হান্ট ডেস্ক : তিহাড় জেলে (Tihar Jail) দু’রাত কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়েছেন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জেলবন্দি অবস্থায় প্রায় ৪ কেজি ওজন কমেছে বলে খবর। দিল্লির মুখ্যমন্ত্রীর শারিরীক অবস্থার অবনতি হতেই চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে তিহাড় জেলে। AAP সূত্রে জানা যাচ্ছে, গ্রেফতারির পর থেকেই ক্রমাগত ওজন কমেছে কেজরির।
যদিও তিহাড় জেল সূত্রে খবর, শারিরীক ভাবে সুস্থই রয়েছেন কেজরি। কারাগারের চিকিৎসকেরাও কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি নিয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেননি। তবে যেহেতু তার ডায়বেটিস রয়েছে তাই রক্তে শর্করার পরিমাণ নিয়ে খানিক চিন্তিত চিকিৎসকরা। সূত্রের খবর, গত কয়েকদিনে ক্রমাগত ওঠানামা করেছে সুগার লেভেল।
এদিকে আম আদমি পার্টি সূত্রে খবর, গ্রেফতারির পর প্রায় সাড়ে ৪ কেজি ওজন কমেছে কেজরির। যা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছে আপ নেতৃত্ব। এইদিন মন্ত্রী অতিশি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘মিস্টার কেজরিওয়াল গুরুতরভাবে ডায়াবেটিসে আক্রান্ত। তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি ২৪ ঘণ্টা কাজ করেন। দু’দিনের মধ্যে তার সাড়ে চার কেজি ওজন কমে গিয়েছে। যদি অরবিন্দ কেজরিওয়ালের কিছু হয়ে যায়, কেবলমাত্র দেশের মানুষ নয় ভগবানও ওদের ক্ষমা করবেন না।’
আরও পড়ুন : ১০ বছর পর ফিরছে বড় টুর্নামেন্ট! পাকিস্তান সুপার লিগ আর IPL টিমের মধ্যে হবে টক্কর
যদিও এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে তিহাড় জেল কর্তৃপক্ষ। সেখান থেকে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল ওজন এবং শারিরীক অবস্থা সবই ঠিক রয়েছে। তিনি জেলে নিয়মিত শরীর চর্চা করছেন এবং যোগাভ্যাসও করছেন। রক্তে শর্করার পরিমাণ ঠিক রয়েছে কী না তা জানার জন্য সেন্সরও বসানো হয়েছে। তার প্রয়োজনেই সেলের বাইরে একটি কুইক রেসপন্স টিমও বসানো হয়েছে বলে খবর।
আরও পড়ুন : ২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে! আসছে ভয়ঙ্কর সুনামি! অ্যালার্ট জাপান, ফিলিপিন্সে
পাশাপাশি মুখ্যমন্ত্রীর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সবরকম সহযোগিতা করা হচ্ছে তিহাড় জেল কর্তৃপক্ষের তরফ থেকে। তাকে জেলের খাবার না দিয়ে বাড়ির খাবার দেওয়ার অনুমতিও দিয়েছে তিহাড় জেল। নিজের আইনজীবী এবং স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সাথে তিনি ভিডিও কনফারেন্সে কথাও বলেছেন বলে খবর।