বাংলা হান্ট ডেস্কঃ যোগ্য, অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। সেই কারণে চাকরি খুইয়েছেন সকলে। ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সমগ্র প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। একধাক্কায় চাকরিহারা হয়ে পড়েছেন ২৫,৭৫২ জন। চাকরিহারাদের পরিবারে এখন হাহাকার! এই আবহেই এবার সাময়িক স্বস্তি পেলেন সদ্য চাকরি হারানো শিক্ষকরা (School Teacher)।
সুপ্রিম-রায়ের (SSC Recruitment Scam) পরেই বড় খবর!
একধাক্কায় প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হলেও ‘যোগ্য’দের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নেতাজি ইনডোরের সভা থেকে একথা বলেন তিনি। চাকরি বাতিলের এই ঘটনায় বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে খুলে গেল বিদ্যালয়গুলির বেতন পোর্টাল। স্কুলগুলি জানাচ্ছে, বেতন পোর্টালে আগের মাসে যে নাম ছিল, সেই তালিকায় কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ সুপ্রিম-রায়ে চাকরি হারানো ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও নাম রয়েছে সেখানে।
জানা যাচ্ছে, প্রত্যেক মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে বিদ্যালয়গুলির বেতন পোর্টালে (Salary Portal) শিক্ষকদের মাইনে আপডেট করতে হয়। এই বিষয়ে প্রধান শিক্ষকদের একাংশ জানাচ্ছে, সংশ্লিষ্ট পোর্টালে কোনও শিক্ষকের নাম যুক্ত করা অথবা বাদ দেওয়ার অধিকার তাঁদের নেই। কোনও শিক্ষকের প্রভিডেন্ট ফান্ড অথবা আয়করে কোনও পরিবর্তন থাকলে, সেটা তাঁরা লিখতে পারেন।
আরও পড়ুনঃ অভয়া তহবিল নিয়ে বিতর্ক! ‘পাই পয়সার হিসেব’ বুঝিয়ে দেবেন জুনিয়র চিকিৎসকরা
বেতন পোর্টাল সংক্রান্ত এই খবর সামনে আসার পর শিক্ষক মহলে খানিক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে (SSC Recruitment Scam)। তালিকা থেকে নাম বাদ না যাওয়ায় একদিকে যেমন তাঁরা স্বস্তিতে, তেমনই আশঙ্কাতেও ভুগছেন।
এই বিষয়ে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, ‘নাম বাদ দেয়নি সরকার, এটা ভালো খবর। তবে কোনও সংশোধনী অথবা সরকারি নির্দেশ ছাড়া বেতনের একটি আশঙ্কাও থাকছে। পরে আদালত সুদ সহ টাকা ফেরত দিতে বললে আমরা কী করব?’
অন্যদিকে চাকরিহারাদের মাইনে যাতে দেওয়া হয়, সেই নিয়ে ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, একধাক্কায় প্রায় ২৬০০০ চাকরি বাতিল (SSC Recruitment Scam) হওয়া নিয়ে বর্তমানে সরগরম বাংলা। রাজ্য রাজনীতিতেও এর আঁচ এসে পড়েছে। সুপ্রিম-রায়ে চাকরি হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাজার হাজার শিক্ষক, শিক্ষাকর্মী। এই আবহে বুধবার চাকরিহারাদের ডিআই অফিস অভিযান ঘিরে রাজ্যের নানান প্রান্ত বিক্ষিপ্তভাবে উত্তপ্ত হয়ে ওঠে। আজ ফের শিয়ালদহ থেকে রানি রাসমণি অবধি মিছিল করবেন চাকরিহারাদের একাংশ।