মাকালু বিজয়ের পরের দিনই নিখোঁজ পিয়ালী! বঙ্গ পর্বতারোহী কি বড় বিপদে পড়েছেন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এভারেস্ট সহ আরও একাধিক উচ্চতর শৃঙ্গ জয় অনেক আগেই হয়ে গিয়েছিল। কিছুদিন আগে বাড়ি ছেড়েছিলেন একসঙ্গে অন্নপূর্ণা এবং মাকালু জয়ের উদ্দেশ্যে। এপ্রিল মাসে সফলভাবে অন্নপূর্ণার চূড়া ছুঁয়ে দেখেছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে তাকে মাকালু না জয় করেই ফিরে আসতে হয়েছিল তখন। কিন্তু অদম্য জেদ ও ইচ্ছা শক্তি থাকলে যে অনেক কঠিন পরিস্থিতি থেকেও অনেক অসম্ভব এর শামিল কাজকে সম্ভব করে তোলা যায় সেটা আরেকবার প্রমাণ করলেন চন্দননগর নিবাসী বঙ্গ পর্বতারোহী পিয়ালী বসাক (Piyali Basak)।

কাল সকালেই বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালুর চূড়ায় সফলভাবে পৌঁছে গিয়েছিলেন পিয়ালী। নেপালের এজেন্সি পাইওনিয়ার অ্যাডভেঞ্চার ব্যাপারটি নিশ্চিত করেছে। ৯ই মার্চ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন এক ঢিলে দুই পাখি মারার জন্য। তারপরে তাকে কি সমস্যার মুখোমুখি পড়তে হয়েছিল সেটা আগের অনুচ্ছেদেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু পাহাড়ের টান যেন অমোঘ। সেই টানকে সম্বল করেই এই অসাধ্য সাধন করে দেখালেন পিয়ালী।

কিন্তু এরপর থেকে একটা চিন্তার খবর এসেছে। মাকালু জয়ের পর এখনো অবধি তার কোনো খোঁজ মেলেনি। আশঙ্কা করা হচ্ছে তিনি বড় কোনও বিপদের মধ্যে পড়েছেন। যে এজেন্সির তত্ত্বাবধানে তিনি এই অভিযান চালিয়েছিলেন তারা এখন একটি উদ্ধারকারী দল পাঠাবার পরিকল্পনা করছে। জানা গিয়েছে যে তিনি ক্যাম্প ফোর অৰ্থাৎ সামিট ক্যাম্পে আটকে রয়েছেন পিয়ালী। তবে তার বর্তমান অবস্থার ব্যাপারে খোঁজ পাওয়া যাচ্ছে না।

অক্সিজেন ছাড়াই মাকালু জয় করেছিলেন পিয়ালী। এর আগে গত মাসেই অক্সিজেন ছাড়া অন্নপূর্ণা শৃঙ্গও জয় করেছিলেন। যদিও মাকালুর মতো সেটি একবারের চেষ্টায় সম্ভব হয়নি। তবে নিজের যে স্বপ্ন ছিল সেটা তিনি পূরণ করতে পেরেছিলেন কিছুটা অপেক্ষা করতে হলেও। আর যাতে বড় রকমের কোনও বিপদ না হয় সেই আশা করছে তার ভক্তরা।

piyali

গত বছর মে মাসে তিনি এভারেস্ট জয় করেছিলেন এবং তার চার দিন পর পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে-তে আরোহণ করেছিলেন। অত অল্প দিনের মধ্যে এমন কীর্তিকলায় তখনই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিলেন। অনেকেই সেই সময় তাকে শুভেচ্ছা জানিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগে পর্বতারোহন কালে বিখ্যাত বাঙালি পর্বতারোহী ছন্দা গায়েনের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সকলকে ব্যথিত করেছিল। পিয়ালের ভাগ্যে তেমন কোন পরিণতি অপেক্ষা করে না থাকুক, এমনটাই চাইবেন সকলে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর