হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করে সরকারের সমালোচনা! গ্রেফতার ইরানের অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : হিজাব বিতর্কে সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। আর তার জেরেই ইরানে (Iran) গ্রেফতার হলেন অস্কারজয়ী সিনেমার এক অভিনেত্রী। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৮ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় ইরানের হিজাববিরোধী আন্দোলনের (Anti Hijab Protest) সমর্থনে একটি পোস্ট করেন তিনি। আর তার পরই গ্রেফতার করা হয় তাঁকে।

হিজাব প্রসঙ্গে সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন করায় ইরানে গ্রেফতার হয়েছেন এক ফুটবলার। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবার সরকারের হাতে আটক হলেন অভিনেত্রীও। ইরানের জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩৮ বছর বয়সি অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে আটক করা হয়েছে। ২০১৬ সালের অস্কারজয়ী সিনেমা ‘দা সেলসম্যান’-এ অভিনয় করেন তিনি। এই ছবিতে তাঁর অভিনয় খুব প্রশংসিত হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ করে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে ইরান সরকার।

iran 3

বিগত তিন মাস ধরে হিজাববিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। আন্দোলনকে সমর্থন করায় গত ৮ ডিসেম্বর মহসিন শেকারিকে হত্যা করে সে ইরান সরকার। ওই দিনেই সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করেন তারনেহ। এরই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির চুপ থাকার বিরুদ্ধেও সরব হন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আপনাদের নীরবতা নিপীড়ন ও নিপীড়কদের সমর্থনের সমার্থক। যে সমস্ত আন্তর্জাতিক সংগঠন এই রক্তগঙ্গা দেখেও চুপ করে থাকছে, তারা মানবতাকে অসম্মান করছেন।’

ইরানের বিনোদন জগতে একটি পরিচিত মুখ আলিদোস্তি। মাত্র ১৬ বছর বয়স থেকেই রূপালি পর্দায় কাজ করছেন তিনি। তারনেহর ছবি ‘লেইলাস ব্রাদার’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছে। আপাতত ইরান সরকারের হাতে গ্রেফতার তিনি।


Sudipto

সম্পর্কিত খবর