‘রাত ১২.১৫ পর্যন্ত চেম্বারে থাকব…’, অপসারণের নির্দেশের পর মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly)। আর সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরছে বলে জানা গিয়েছে। এদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এমনকি, সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে ইডি ও সিবিআই আধিকারিকরা অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেই মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর সেই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপর শুক্রবারেই স্পষ্ট হয়ে যায় যে, অভিষেক বন্দোপাধ্যায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রক্ষাকবচ পেয়ে গিয়েছেন। রায় সম্পর্কে অভিষেক বলেন, ভারতীয় বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

বলা বাহুল্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।এদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে টিভি ইন্টারভিউ নিয়ে। স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল এই কোর্টে রিপোর্ট, ইন্টারভিউয়ের তর্জমা, রেজিস্টার জেনারেল, যাবতীয় হলফনামা আজ রাত ১২টার মধ্যে পেশ করুক। রাত সোয়া ১২টা পর্যন্ত আমি আমার চেম্বারে থাকব।”

পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, “আমি জানি না দেশের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস কি না। তবে তিনি ওই মামলা অন্য এজলাসে পাঠানোর জন্য বলেছেন। রায় না দেখলে বুঝতে পারব না অন্য সব মামলাও সরাতে বলা হয়েছে কি না।” তাঁর কথায়, ‘হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে শিরোধার্য। সম্পূর্ণ আস্থা ভরসা বিচার ব্যবস্থার উপর রাখি। যেহেতু এটি সাব জুডিস ম্যাটার তাই বিশেষ কোনও মন্তব্য করতে চাই না।’

একই সঙ্গে, সঠিক বিচার হবে বলেই আশাবাদী বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ‘তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ দোষী সাব্যস্ত হয় বা প্রমাণিত হয় তবে তারও পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং ভারতবর্ষের মাটিতে দৃষ্টান্ত স্থাপন করা হোক। নজিরবিহীন শাস্তি হওয়া দরকার। যারা দুর্নীতি করেছে তাদের বিচার হোক। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি। মানুষ তার ন্যায্য বিচার আগামী দিন পাবে।’

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X