বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেই আজ ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ‘সুপ্রিম’ এই নির্দেশ মিলতেই তড়িঘড়ি নবান্নে বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নবান্নের বৈঠক থেকে কি বললেন মমতা (Mamata Banerjee)?
সুপ্রিম কোর্টের নির্দেশ আসতেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নবান্নে তলব করেছেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিক বৈঠকে থেকেই চাকরিহারা দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সটান জানিয়ে দিয়েছেন, ‘কোনও টাকা ফেরত দিতে হবে না।’ আজকের সাংবাদিক বৈঠকে থেকেই সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে চাকরিহারাদের আশ্বস্ত মুখ্যমন্ত্রী একবার নয় দু’বার স্পষ্ট জানিয়েছেন, ‘যে সব প্রার্থী ইতিমধ্যেই চাকরিতে নিযুক্ত আছেন, তাঁদের থেকে কোনও টাকা ফেরত চাওয়া হবে না।’
আরও পড়ুন: পুরো প্যানেল বাতিল! সুদ সহ মোট কত টাকা ফেরত দিতে হবে চাকরিহারাদের? জানলে থ হবেন
আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেই সুপ্রিম কোর্টের ৪১ পাতার রায়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ‘কালিমালিপ্ত চাকরিপ্রার্থীদের’ বেতন ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ র্যাঙ্ক জাম্প হয়েছে,অথবা প্যানেলে যাদের নাম ছিল না কিংবা ওএমআর শিটে সমস্যা রয়েছে, এমন চাকরিপ্রাপকদের ১২% সুদ সমেত ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেতনের পুরো টাকা ফিরিয়ে দিতে হবে। জানা যাচ্ছে এমন চাকরিপ্রাপকদের মোট সংখ্যাটা হল ৬ হাজার ২৭৬ জন।
নবান্নের বৈঠকে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গেই উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা দপ্তরের অধিকারিকরাও। হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থসহ অন্যান্য দফতরের আধিকারিকরাও। বৈঠক শেষ করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীর্ষ আদালতের রায় সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়েও এদিন মমতা বললেন,’বিচার ব্যবস্থাকে সম্মান করি, তবে এই রায় মেনে নিতে পারছি না।’ এখন দেখার চাকরি হারানোর পর চাকরিপ্রাপকদের বেতন ফেরত দেওয়া আটকাতে কি পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী।