বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস চীনে উৎপন্ন হলেও, এই ভাইরাসের সর্বাধিক প্রভাব পড়েছিল আমেরিকায় (america)। সুপার পাওয়ার আমেরিকা একটা সময় পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। এবার করোনা ভ্যাকসিন নেওয়ার (covid vaccine) ক্ষেত্রেও, সেই আমেরিকা থেকেই এক ভিডিও ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, করোনা ভ্যাকসিনের টিকা নেওয়ার পরই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরলেন নার্স ডোভার।
লাইভ টিভি শোয়ের মাধ্যমে আমেরিকার ফাইজার বাইয়োএনটেকের ভ্যাকসিন প্রদানের কাজ চলছিল। কথা মত, প্রথমে সমাজের প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে ডোভার নামের এক নার্সকে সেই টিকা দেওয়া হচ্ছিল। এই ভ্যাকসিন কতটা নিরাপদ এবং সাধারণ মানুষ এটিকে অবলীলায় নিয়ে নিতে পারে, তা দেখানোর জন্যই এই লাইভ অনুষ্ঠান করা হচ্ছিল।
সিএইচআই মেমোরিয়াল হাসপাতাল এই লাইভ অনুষ্ঠান চলাকালীন টিকা নেওয়ার পর ডোভার সকলের উদ্দেশ্যে কিছু বলেন। তিনি বলেন, ‘আমরা কোভিড ইউনিটে করার সুবাদে জানতাম, প্রথমে এই ভ্যাকসিন আমরাই পাব। তাই আমরা গোটা টিম ভ্যাকসিনের অপেক্ষায় ছিলাম’। এই বলতে বলতে আচমকাই মাথায় হাত দিয়ে তিনি বলেন, ‘দুঃখিত, আমি এখন অসুস্থ বোধ করছি’।
https://twitter.com/Breaking911/status/1339779233372123137
এরপরই ডোভার উঠে দাঁড়াতে গেলে, মাথা ঘুরে পড়ে যায়। তখন তাঁকে সেখানেই শুয়িয়ে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। ডোভারের এই অজ্ঞান হয়ে যাওয়ার ভিডিওই কিছু সময়ের মধ্যে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কিছুক্ষণ পর ডভার সাংবাদিকদের জানান, ‘অনেক সময় আমি ব্যাথা অনুভব করলে, এরকম হয়। ভ্যাকসিনের জন্য হাতে ব্যাথা থাকা দরুন, প্রেস কনফারেন্স চলাকালীন আমি অনুভব করতে পারি আমার শরীরে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। তাই ওরকম হয়েছিল। এখন ব্যাথা কমে গিয়েছে, আমি ঠিক আছি’।