ট্যাব দুর্নীতির পর এবার বিরাট কারচুপি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা থেকে স্বাস্থ্য জল থেকে রাস্তা রাজ্যজুড়ে একাধিক সরকারি প্রকল্পে রয়েছে ঝুড়ি ঝুড়ি দুর্নীতির অভিযোগ। কিছুদিন আগেই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব দুর্নীতিতে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কড়া নির্দেশ পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে টাকা। এবার রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পেও (Kanyashree) দুর্নীতির অভিযোগ।

বিরাট কারচুপি কন্যাশ্রী (Kanyashree) প্রকল্পে

রাজ্যে পালা বাদলের পর থেকে সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক সরকারি প্রকল্প চালু মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্য অন্যতম তাঁর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী (Kanyashree)। এবার এই কন্যাশ্রীতেও উঠল দুর্নীতির অভিযোগ। মানিকচকের এনায়েতপুর উচ্চ-বিদ্যালয়ের একাধিক  ছাত্রীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

জানা যাচ্ছে, মোট ৪২ জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়েছে জালিয়াতি। ভুয়ো অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর (Kanyashree) টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে খোদ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সমস্ত ছাত্রীদের নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে মানিকচক থানার দ্বারস্থ হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ বাদিউজ জামান।

সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। এক অভিযোগকারী জানিয়েছেন কন্যাশ্রীতে (Kanyashree) ছাত্রীদের ২৫  হাজার টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু প্রধান অধ্যাপকের সই না থাকলে ওই টাকা তোলা যায় না। প্রধান শিক্ষকের স্ত্রী শাসকদলের প্রধান সেকথাও জানিয়েছেন ওই অভিযোগকারী। উল্লেখ্য যেসময় এই জালিয়াতি হয়েছে তখন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার। এবার তার বিরুদ্ধই উঠল ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ।

আরও পড়ুন: প্রথম কিস্তির ৬০ হাজার ঢুকেছিল তাদের অ্যাকাউন্টে! আবাসের টাকা ফেরানোর নির্দেশ ঘিরে হৈচৈ

বর্তমানে মানিকচকের এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন মহম্মদ বাদিউজ জামান। তার অভিযোগ তিনি এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার আগে সুনন্দ মজুমদারি ছিলেন প্রধান শিক্ষক। তবে তিনি আসার পর এখন সুনন্ত বাবু সহকারি প্রধান শিক্ষকের পদে রয়েছেন। ২০২২ সাল থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী (Kanyashree) পোর্টালের নোডাল টিচারের দায়িত্বে ছিলেন তিনি। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে, ছাত্রীদের যে কে২  ফর্ম আপলোড করা হয়েছে। সেখানে প্রধান শিক্ষক হিসেবে স্বাক্ষর করেছেন সুনন্দ মজুমদার। তাই ওই বিদ্যালয়ের বর্তমান শিক্ষকের অভিযোগ এই জালিয়াতির দায় সুনন্দবাবুরই।

kanyashree

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সুনন্দ মজুমদার পাল্টা অভিযোগ এনেছেন বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তাঁর দাবি মানিকচকের স্কুলের বর্তমান এই প্রধান শিক্ষক আগেও অনেকবার শিরোনামে এসেছেন। তিনি কেমন মানুষ তা এলাকার মানুষজন জানেন। এই বিষয়ে তার যে কোন ইন্ধন নেই ভুয়ো সিল তৈরি করে, সই জাল করে তিনিই যে সবটা করেননি তা কে জানে। এছাড়াও সুনন্দ মজুমদারের দাবি আগে সাইকেল চুরি, হোস্টেলে চুরি এসব নিয়ে মহম্মদ বাদিউজ জামানের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। এই নিয়ে তাদের মধ্যে একপ্রস্থ হাতাহাতিও হয়েছিল। সেই থেকেই দুজনের মধ্যে রেষারেষি চলছে। সুনন্দ বাবুর দাবি সেই আক্রোশ থেকেই ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আগের প্রধান শিক্ষকের ফাঁসিয়ে দিয়েছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর