বাংলা হান্ট ডেস্কঃ এখন বিসিসিআইয়ের লক্ষ্যে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারতের জন্য আগামী বছরটিও কাটতে চলেছে যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়েই। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিটলেই পরপর বেশ কয়েকটি সিরিজ আয়োজন করতে চলেছে বিসিসিআই। আজ এপেক্স কাউন্সিলের মিটিংয়ের পর এই সিরিজগুলির সময়সূচি প্রকাশ করল বিসিসিআই।
নিউজিল্যান্ড বনাম ভারতঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরেই ভারত খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। কেন উইলিয়ামসনদের সঙ্গে মোট তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলবেন বিরাটরা।
আসুন দেখে নেওয়া যাক কবে কোন ম্যাচঃ
17 নভেম্বর 2021 প্রথম টি -টোয়েন্টি, জয়পুর
19 নভেম্বর 2021 দ্বিতীয় টি -টোয়েন্টি, রাঁচি
21 নভেম্বর 2021 তৃতীয় টি -টোয়েন্টি, কলকাতা
25 নভেম্বর 2021 প্রথম টেস্ট, কানপুর
3 ডিসেম্বর 2021 দ্বিতীয় টেস্ট, মুম্বাই
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতঃ
নিউজিল্যান্ডের পর আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতে আসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে ভারতের সঙ্গে মোট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা।
কবে কোন ম্যাচঃ
6 ফেব্রুয়ারি ২০২২ প্রথম ওয়ানডে, আহমেদাবাদ
9 ফেব্রুয়ারি 2022 দ্বিতীয় ওয়ানডে, জয়পুর
12 ফেব্রুয়ারি 2022 তৃতীয় ওয়ানডে, কলকাতা
15 ফেব্রুয়ারি 2022 প্রথম টি-টোয়েন্টি, কটক
18 ফেব্রুয়ারি 2022 দ্বিতীয় টি -টোয়েন্টি, বিশাখাপত্তনম
20 ফেব্রুয়ারি 2022 তৃতীয় টি -টোয়েন্টি ত্রিভান্দ্রাম
শ্রীলঙ্কা বনাম ভারতঃ
ক্যারিবিয়ানদের পর ভারত সফরে আসতে চলেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সঙ্গে মোট দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে মেন ইন ব্লু। তারাও ভারতে আসছে ফেব্রুয়ারিতেই।
কবে কোন ম্যাচঃ
25 ফেব্রুয়ারি – 1 মার্চ 2022 প্রথম টেস্ট, বেঙ্গালুরু
5-9 মার্চ 2022 দ্বিতীয় টেস্ট, মোহালি
13 মার্চ 2022 প্রথম টি -টোয়েন্টি, মোহালি
১৫ মার্চ ২০২২ দ্বিতীয় টি-টোয়েন্টি ধর্মশালা
18 মার্চ 2022 তৃতীয় টি-টোয়েন্টি, লখনৌ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকাঃ
শ্রীলঙ্কার পর ভারত সফরে আসতে চলেছে দক্ষিণ আফ্রিকা। জুন মাসে তাদের সঙ্গে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে ভারতীয় দল।
কবে কোন ম্যাচঃ
9 জুন ২০২২ প্রথম টি -টোয়েন্টি, চেন্নাই
12 জুন 2022 দ্বিতীয় টি -টোয়েন্টি, ব্যাঙ্গালোর
14 জুন 2022 তৃতীয় টি -টোয়েন্টি, নাগপুর
17 জুন 2022 চতুর্থ টি -টোয়েন্টি, রাজকোট
19 জুন 2022 পঞ্চম টি -টোয়েন্টি, দিল্লি