বিসিসিআই এর পর করোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে গেল সিএবি অফিসও।

করোনার থাবায় আগেই বন্ধ হয়ে গিয়েছে বিসিসিআই হেডকোয়ার্টার। এবার করোনার জন্য বন্ধ হয়ে গেল বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি। সিএবি কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে সিএবি। মঙ্গলবার নোটিস জারি করে সিএবির তরফে জানানো হয়েছে 17 ই মার্চ থেকে 21 শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সিএবি। আপাতত কর্মীদের বাড়িতে বসেই কাজকর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সিএবি আয়োজিত সমস্ত টুর্নামেন্ট আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম ডিভিশন, দ্বিতীয় ডিভিশন সহ জুনিয়র পর্যায়ের সমস্ত লীগ বন্ধ রাখা হয়েছে। এমনকি সমস্ত দলের অনুশীলনও বন্ধ রাখতে বলা হয়েছে। এবার সিএবি কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন অফিস পুরোপুরি বন্ধ রাখার। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন কর্মীদের শারীরিক সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতির আলোচনা এবং পর্যালোচনা করে।

24045742388af6ada9d1355fe3400673c716b7d4b31ffe7b46942242060bece8c5fbb724d

ইতিমধ্যেই বিসিসিআই অফিসও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ সহ সমস্ত বিসিসিআই কর্মীরা এখন অফিস যাওয়া বন্ধ করে দিয়েছেন। তারা সমস্ত কাজকর্ম ঘরে বসেই করছেন। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকগুলি বেহালার অফিস থেকেই ভিডিও বার্তার মাধ্যমে করছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর