হাইস্পিড বন্দে ভারতের পর এবার বাংলাতে চলবে হাইড্রোজেন ট্রেন, দিনক্ষণ জানাল রেল

বাংলাহান্ট ডেস্ক : বুলেট ট্রেন, বন্দে ভারতের পর এবার ভারতীয় রেলের (Indian Railways) লক্ষ্য হাইড্রোজেন ট্রেন। নতুন প্রযুক্তির এই ট্রেন যাত্রা শুরু করবে চলতি বছরেই। রেল সূত্রে খবর এর প্রস্তুতিও চলছে জোড় কদমে। এই হাইড্রোজেন ট্রেন (Hydrogen train) দেশের বিভিন্ন প্রান্তে চলাচল শুরু করবে আগামী ডিসেম্বর থেকে। একটি হাইড্রোজেন ট্রেন পেতে পারে বাংলাও (West Bengal)। দার্জিলিং এর টয় ট্রেনে সম্পূর্ণ দূষণমুক্ত ট্রেন সফরের অভিজ্ঞতা আপনি শীঘ্রই লাভ করতে পারেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Minister of Finance of India) নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) এই ট্রেনের ঘোষণা করতে পারেন বুধবারের বাজেটে। এছাড়াও, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় হাইড্রোজেন ট্রেন ছাড়াও উঠে আসতে পারে একগুচ্ছ নতুন পরিকল্পনা। রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান সবথেকে বেশি গুরুত্ব পেতে চলেছে এইবারের বাজেটে। এখনও পর্যন্ত হাইড্রোজেন ট্রেন চলে বিশ্বের দুটি দেশে। জার্মানি ও চীনের পর বিশ্বের তৃতীয় হাইড্রোজেন চালিত ট্রেনের দেশ হিসেবে নিজের জয় পতাকা ওড়াবে ভারত।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন ভারত ২০২৩ সালের মধ্যেই এই আধুনিক প্রযুক্তির ট্রেন চালাতে ইচ্ছুক। রেলমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসের মধ্যে প্রকাশ্যে আসতে পারে এই ট্রেনের নকশা। এরপর আগামী ডিসেম্বরের মধ্যেই পথ চলা শুরু করতে পারে অতি আধুনিক এই ট্রেন। তবে এই পরিকল্পনার ঘোষণা আগে করা হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বুধবারের বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই ঘোষণা করতে পারেন।

Train line change

রেলের পরিকল্পনা অনুযায়ী, হরিয়ানার সোনিপত-জিন্দ শাখায় হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক সফর হবে। এরপর দেশের বিভিন্ন প্রান্তের হেরিটেজ তালিকাভুক্ত রেলওয়েতে চালু করা হবে এই ট্রেন। বাংলার দার্জিলিং হিমালয়ান রেলওয়েও একটি হাইড্রোজেন ট্রেন পাবে। এছাড়াও নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা শিমলা রেলওয়ে-সহ বিভিন্ন ন্যারো গেজ রেলপথ এই ট্রেন পাবে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর