ম্যাচ হারের পর রেফারির উপর ক্ষোভ উগড়ে দিলেন এটিকে কোচ হাবাস।

শনিবার আইএসএলে মুখোমুখি হয়েছিল এটিকে বনাম এফসি গোয়া দেখা গিয়েছে যে আইএসএল শুরুর প্রথম বছর থেকে এটিকে বনাম এফ সি গোয়ার ম্যাচ মানেই একটা বাড়তি উত্তেজনা, এইদিনও তার ব্যতিক্রম হল না। এইদিন ম্যাচের প্রথমার্ধে দু’দলের কাছে গোল করার অনেক সুযোগ এলেও কোনো দলই গোল করতে সক্ষম হননি, ফলে দ্বিতীয়ার্ধে দু’দলকেই দেখা যায় আক্রমণাত্মক ফুটবল খেলতে। এর ফলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় এফসি গোয়া। কয়েক মিনিট পরেই গোল শোধ করেন এটিকের ফুটবলার জবি জাস্টিন। কিন্তু তারপর ফের গোল করে ম্যাচ জিতে নেয় এফসি গোয়া। এর ফলে আট ম্যাচে 14 পয়েন্ট নিয়ে দুই নম্বরে চলে গেল এটিকে অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে 15 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল এফসি গোয়া।

কিন্তু একদিন ম্যাচ হারের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দুই কোচের মধ্যে বাকযুদ্ধ। ম্যাচ শেষে এফসি গোয়ার কোচ সৌজন্য বিনিময় করার জন্য এগিয়ে যান এটিকে কোচ হাবাসের দিকে। কিন্তু সেই সময় হাবাস তার সাথে বেশ কিছু ব্যাপারে ক্ষোভ উগরে দেন বিশেষ করে রেফারিং এবং গোয়ার ফুটবলারদের মারকুটে মনোভাব শোনা যায় হাবাসের মুখে।

22089495481143cfe48f8462c935f745caeef5512

পরে সংবাদ সম্মেলনে গিয়ে এটিকে কোচ হাবাস নিজের ক্ষোভ উগড়ে দেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন অত্যন্ত বাজে রেফারিং হয়েছে। বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে যার প্রভাব ম্যাচের উপর পড়েছে। এই সমস্ত সিদ্ধান্তের জন্যই ম্যাচের রেজাল্ট এমনটা হল নাহলে এটিকে ভালো জায়গায় থাকতো।

Udayan Biswas

সম্পর্কিত খবর