বাংলাহান্ট ডেস্কঃ আগামী 19 শে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল। তবে ফাইনাল ম্যাচের দিনক্ষণ এবং ম্যাচের সময় বদল হল।
প্রথমে ঠিক হয়েছিল ফাইনাল ম্যাচটি হবে 8 ই নভেম্বর, কিন্তু রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ফাইনাল ম্যাচের দিন পরিবর্তন করে 10 ই নভেম্বর করে দেওয়া হয়েছে। আইপিএলের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টস এর অনুরোধেই ফাইনাল ম্যাচের দিনক্ষণ দুইদিন পিছিয়ে দেওয়া হল। সাধারণত প্রত্যেক বছর আইপিএলের ফাইনাল ম্যাচটি হয়ে থাকে সপ্তাহের শেষে অর্থাৎ রবিবারে। কিন্তু এই বছর ফাইনাল ম্যাচটি রবিবারের পরিবর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত প্রতি বছর আইপিএলের বিকেলের দিকে ম্যাচ গুলি শুরু হয় বিকেল সাড়ে চারটা থেকে। কিন্তু এবারের আইপিএলে বিকেলের ম্যাচ গুলি শুরু হবে সন্ধ্যা 7:30 থেকে। আইপিএলের ম্যাচ হওয়ার কথা রয়েছে আবু ধাবি, দুবাই এবং শারজায়।